মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আজ, বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে শনিবার পঞ্চমীতে বাড়বে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূলের জেলাতে। অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে! নবমীর রাত থেকে কি ভাসবে বাংলা? প্রশ্ন এখন সেখানেই ৷ আগামী পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া জেলাতেও।
advertisement
এদিকে দু’দিন কেটে গেলেও এখনও পুরোপুরি জল নামেনি কলকাতার বেশ কিছু অংশে। বুধবারও কলকাতার উত্তর থেকে দক্ষিণ— বিভিন্ন জায়গায় জল জমে ছিল। কোথাও গোড়ালি সমান, কোথাও তার চেয়ে কিছু বেশি। বুধবার পর্যন্ত সবচেয়ে খারাপ ছিল বালিগঞ্জের। পার্ক সার্কাসের ভিতরে বহু এলাকাও জলমগ্ন থেকেছে। আজ, বৃহস্পতিবার পরিস্থিতির কতটা উন্নতি হয়, সেটাই দেখার।