বর্তমানে বড় থেকে ছোট শহর, মফঃস্বল- সর্বত্রই দুর্গাপুজোয় থিমের ছড়াছড়ি। এবার ‘আঁধার বিনাশী’ থিমে সাধারণ মানুষকে চমকে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে জেলার একটি দুর্গাপুজো কমিটি।
আরও পড়ুনঃ গভীর রাতে আলো নিভিয়ে তাণ্ডব শুরু! নদিয়ায় যা হল…! আতঙ্কের পরিবেশ এলাকায়
জেলার এই প্রান্তিক শহরে বেশ কয়েকটি বিগ বাজেটের দুর্গাপুজো হয়। যাদের মধ্যে অন্যতম অগ্রগামী সংঘের দুর্গাপুজো। এবার খুঁটি পুজোর মাধ্যমে শারদীয়া উৎসবের সূচনা করল পাঁশকুড়ার এই পুজো কমিটি, থিম ‘আঁধার বিনাশী’।
advertisement
এবারের পুজোয় ঠাকুর, প্যান্ডেল, লাইটের উপর জোর দেওয়ার পাশাপাশি এলাকার দুঃস্থদের নতুন পোশাক, খাওয়াদাওয়া এবং দুর্গাপুজোয় বিভিন্ন মণ্ডপে-মণ্ডপে ঘুরে ঠাকুর দেখানোর সুযোগ করে দিচ্ছে পাঁশকুড়ার এই পুজো কমিটি। এবারের বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। এদিন খুঁটি পুজোর মাধ্যমে এই কমিটির পুজোর প্রস্তুতি শুরু হয়। খুঁটি পুজো ঘিরে উৎসাহ দেখা যায় মহিলাদের মধ্যে।
আরও পড়ুনঃ আটকে দেবে বিপদ! পড়ুয়াদের জন্য বিশেষ শিবির মেদিনীপুরের কলেজের, প্রচুর কাজে আসবে এই শিক্ষা
বেশ কয়েক বছর ধরে এই সর্বজনীন দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্যোক্তারা আশাবাদী এবারেও রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজোর উদ্বোধন হবে। এই বিষয়ে পুজো কমিটির সভাপতি জানান, ‘জেলার প্রান্তিক শহরের এই দুর্গাপুজো শুধু পাঁশকুড়া বা পূর্ব মেদিনীপুর জেলার নয় রাজ্যের মধ্যে অন্যতম একটি দুর্গাপুজো। এই বছর ‘আঁধার বিনাশী’ থিমে সেজে উঠবে মণ্ডপ। এই থিম পুজো প্রেমীদের বাড়তি উৎসাহ দেবে। আশা করা যায় পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় লেগে থাকবে। এলাকার দুঃস্থ মানুষদের পুজোয় শামিল করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত কয়েক বছর ধরে পাঁশকুড়া শহরের এই দুর্গাপুজো কমিটি পুজোর থিমের মাধ্যমে দর্শকদের তাক লাগাচ্ছে। এবারও দর্শকদের আনন্দ দেওয়ার ব্যবস্থা রাখছে তারা। পুরুষদের সঙ্গে মহিলা সদস্যরা হাতে হাত মিলিয়ে পুজোর আয়োজনে মেতে উঠেছেন। হাতে রয়েছে দেড় মাসেরও কম সময়। ফলে জোরকদমে পুজোর তোড়জোড় শুরু হয়েছে। এই কমিটির এবারের প্রচেষ্টা এলাকার দুঃস্থদের পুজোর কয়েকটা দিন আনন্দ দেওয়া ও মণ্ডপে-মণ্ডপে ঘুরিয়ে ঠাকুর দেখানো। ফলে আক্ষরিক অর্থে এই পুজো এবার হয়ে উঠবে সর্বজনীন।