মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম মসড্ডা। প্রতিমা শিল্পী তাপস পালের হাতে ফুটে উঠেছে দেবী দশভূজার রূপ। বর্তমানে পথ দুর্ঘটনার মতো ঘটনা ক্রমে বেড়েই চলেছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে মণ্ডপসজ্জায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ১৮-এর নীচে পরিবারের কন্যাদের বিয়ে নয়, সেই বার্তাও দেওয়া হয়েছে।
advertisement
গ্রাম্য এলাকায় বাল্যবিবাহের চল আজও আছে। এই বিয়ে নিয়ন্ত্রণের বার্তা মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে। সেই সঙ্গেই সাম্প্রতিক অতীতে বাংলা ভাষাকে অপমান করে বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে। মণ্ডপসজ্জার থিমে বাংলা ভাষা গর্বের সেটাও ফুটে উঠেছে।
পুজো কমিটির সভাপতি রাজু ঘোষ জানিয়েছেন, বাংলা ভাষা আমাদের গর্ব, সেফ ড্রাইভ সেভ লাইভ, গাছ লাগান প্রাণ বাঁচান, শিশুর ইচ্ছে নীরবে বন্দি ও বাল্যবিবাহ রোধ ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী নিতাই মাঝি অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপসজ্জা ফুটিয়ে তুলেছেন। প্রায় চার লক্ষ টাকা বাজেটের এই গ্রামীণ পুজো সকলের মন জয় করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেশ কয়েক বছর সমাজ সচেতনতায় বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার এসেছে ঝুলিতে। তাই সমাজ সচেতনতার পাঠ দিতেই গ্রাম্য পরিবেশে এই পুজোয় বিশেষ থিম ফুটিয়ে তোলা হয়েছে। দুর্গাপুজো মানে শুধু পুজোর আনন্দ ভাগ করে নেওয়া নয়, মানুষের মধ্যে সমাজ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।