শতবর্ষে এই পুজো কমিটির থিম ‘উদযাপন’। বাঙালির সাংস্কৃতিক চালচিত্র মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে। তাঁদের এই বিশেষ উদযাপন ঘিরে বাঙালির সাংস্কৃতিক দিকটি তুলে ধরা হবে। এর মধ্যে থাকবে পিঠেপুলি, রথ, রাখির মতো ঐতিহ্যবাহী নানা বিষয়। ষষ্ঠীতলার আয়োজনে এবার পুজোর মুখ নামী অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পুজোর গান করেছেন রূপঙ্কর বাগচি, থিম সং সৌরভ মণি। আবহে সৈকত দেব এবং প্রতিমা শিল্পী- মিঠুন দত্ত।
advertisement
আরও পড়ুনঃ পুজোর থিমের কাজ অসম্পূর্ণ, টাকা নিয়ে উধাও ডেকোরেটর! চরম বিপাকে ৫ বিগ বাজেট পুজো কমিটি
লোহা দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের কাঠামো। লোহার মতো মজবুত সংগঠনের ভাবপ্রকাশ করতেই লোহার মণ্ডপ। মণ্ডপ তৈরির কাজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ শিল্পীরা এসেছেন। শুধু আভিজাত্যে নয়, সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে এসেছে অভিনবত্ব, উৎকর্ষতা। ‘বারো মাসে তেরো পার্বণ’- এই থিম নিয়ে এই বছর বাঙালির সাংস্কৃতিক চালচিত্র তুলে ধরা হবে বলে জানালেন এই পুজো কমিটির সাধারণ সম্পাদক মণীশ দাশগুপ্ত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়ার এই পুজোর এবারের সবথেকে বড় চমক বিসর্জনের কার্নিভ্যাল। একক উদ্যোগে এমন কার্নিভ্যাল এর আগে বাংলা দেখেনি বলে দাবি এই পুজো কমিটির উদ্যোক্তাদের। বিগত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। মণ্ডপ তৈরির কাজ এখন প্রায় শেষের মুখে। শতবর্ষে ষষ্ঠীতলা বারোয়ারির পুজো মণ্ডপ এবং প্রতিমার অভিনবত্ব দেখতে মানুষকে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।