TRENDING:

Durga Puja 2025: পিঠেপুলি, রথ, রাখি...! শতবর্ষে শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির অভিনব থিম, বিসর্জনের কার্নিভ্যালেও থাকছে চমক

Last Updated:

Durga Puja 2025: লোহা দিয়ে তৈরি হচ্ছে শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির দুর্গাপুজো মণ্ডপের কাঠামো। লোহার মতো মজবুত সংগঠনের ভাবপ্রকাশ করতেই লোহার মণ্ডপ। মণ্ডপ তৈরির কাজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ শিল্পীরা এসেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতিঃ হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরেই দুর্গাপুজোয় নিয়ে মেতে উঠবে আপামর বাঙালি। শহর থেকে জেলা, দিকে দিকে পুজো মণ্ডপ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। কলকাতার পাশাপাশি এখন জেলাগুলিতেও থিম পুজোর ছড়াছড়ি। থিম পুজোর ছটায় তাবড় পুজো কমিটিকে টেক্কা দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে হাওড়ার একাধিক পুজো। তাঁদের মধ্যে অন্যতম শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবারও থিমে অভিনবত্ব এনে বাকিদের টেক্কা দিতে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ।
advertisement

শতবর্ষে এই পুজো কমিটির থিম ‘উদযাপন’। বাঙালির সাংস্কৃতিক চালচিত্র মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে। তাঁদের এই বিশেষ উদযাপন ঘিরে বাঙালির সাংস্কৃতিক দিকটি তুলে ধরা হবে। এর মধ্যে থাকবে পিঠেপুলি, রথ, রাখির মতো ঐতিহ্যবাহী নানা বিষয়। ষষ্ঠীতলার আয়োজনে এবার পুজোর মুখ নামী অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পুজোর গান করেছেন রূপঙ্কর বাগচি, থিম সং সৌরভ মণি। আবহে সৈকত দেব এবং প্রতিমা শিল্পী- মিঠুন দত্ত।

advertisement

আরও পড়ুনঃ পুজোর থিমের কাজ অসম্পূর্ণ, টাকা নিয়ে উধাও ডেকোরেটর! চরম বিপাকে ৫ বিগ বাজেট পুজো কমিটি

লোহা দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের কাঠামো। লোহার মতো মজবুত সংগঠনের ভাবপ্রকাশ করতেই লোহার মণ্ডপ। মণ্ডপ তৈরির কাজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ শিল্পীরা এসেছেন। শুধু আভিজাত্যে নয়, সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে এসেছে অভিনবত্ব, উৎকর্ষতা। ‘বারো মাসে তেরো পার্বণ’- এই থিম নিয়ে এই বছর বাঙালির সাংস্কৃতিক চালচিত্র তুলে ধরা হবে বলে জানালেন এই পুজো কমিটির সাধারণ সম্পাদক মণীশ দাশগুপ্ত।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

হাওড়ার এই পুজোর এবারের সবথেকে বড় চমক বিসর্জনের কার্নিভ্যাল। একক উদ্যোগে এমন কার্নিভ্যাল এর আগে বাংলা দেখেনি বলে দাবি এই পুজো কমিটির উদ্যোক্তাদের। বিগত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। মণ্ডপ তৈরির কাজ এখন প্রায় শেষের মুখে। শতবর্ষে ষষ্ঠীতলা বারোয়ারির পুজো মণ্ডপ এবং প্রতিমার অভিনবত্ব দেখতে মানুষকে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: পিঠেপুলি, রথ, রাখি...! শতবর্ষে শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির অভিনব থিম, বিসর্জনের কার্নিভ্যালেও থাকছে চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল