TRENDING:

Durga Puja: প্রথম বছরেই পুজোর বাজেট দেড় কোটি টাকা! বর্ধমানের এক ব্যবসায়ী পুজোর উদ্যোক্তা, কী কী চমক অপেক্ষায়? জানুন

Last Updated:

Durga Puja: বর্ধমানের এই পুজোর বাজেট তাক লাগিয়ে দিয়েছে অনেককেই। তবে কেবল আড়ম্বর নয়, এই পুজো উদ্যোক্তার রয়েছে আরও এক বিশেষ উদ্দেশ্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: বর্ধমানের এই পুজোর বাজেট তাক লাগিয়ে দিয়েছে অনেককেই। তবে কেবল আড়ম্বর নয়, এই পুজো উদ্যোক্তার রয়েছে আরও এক বিশেষ উদ্দেশ্য! যা জানলে হয়ত আরও কিছুটা অবাক হবেন আপনার। মূলত জনসেবাকে সামনে রেখেই এই দুর্গাপুজো শুরুর উদ্যোগ গ্রহণ করেছেন বর্ধমানের এই ব্যবসায়ী। কোনও ক্লাব বা প্রতিষ্ঠান নয়। কার্যত সম্পূর্ণ নিজ উদ্যোগেই দেবী দুর্গার আরাধনার উদ্যোগ নিয়েছেন বর্ধমানের বিশ্বজিৎ মণ্ডল।
advertisement

বিশ্বজিৎ পেশায় ব্যবসায়ী। বর্ধমান শহরেই মার্বেলের ব্যবসা। তাঁর হাত ধরেই এবারের পুজোয় নজরকাড়া থিম বর্ধমান শহরের বুকে। দামোদর লাগোয়া এই শহরেই ফুটে উঠবে পুরীর জগন্নাথ ধাম! জেলা ও রাজ্যের দক্ষ কারিগরদের হাতের ছোঁয়ায় বর্ধমানেই জগন্নাথ দর্শন হবে এলাকাবাসীর। তবে শুধুই চমক বা আড়ম্বর নয়, সেই সঙ্গে বিশ্বজিৎ উদ্যোগী হয়েছেন আরও এক বিশেষ কর্মকাণ্ডে। পুজোর কয়েকটা দিন দেবী দুর্গার আরাধনার পাশাপাশি জনসেবার উদ্যোগ নিয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি রোগীদের কার শরীর কেমন? নজর রাখবে ছোট্ট ‘এই’ মেশিন, বিপদ বুঝলেই সরাসরি জানবেন ডাক্তার, এখানে মিলবে ‘বেস্ট’ চিকিৎসা

বস্ত্র বিতরণ, হাসপাতালে ফল বিতরণ থেকে বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা ইত্যাদি একগুচ্ছ জনকল্যাণকর কাজ হাতে নিয়েছেন এই ব্যবসায়ী। এই প্রসঙ্গে বিশ্বজিৎ মণ্ডল জানান, “জাতীয় সড়কের ধারে এই পুজো হবে। পুজো উপলক্ষে একটি অ্যাম্বুল্যান্স এবং একটি শবদেহবাহী গাড়ি উদ্বোধন হবে। বৈকুন্ঠপুর দুই নম্বর পঞ্চায়েতের গ্রামাঞ্চলের মানুষ বিনামূল্যে এগুলি ব্যবহার করতে পারবেন। নিজের জায়গায় পুজো করলে বেশি ছোটাছুটি করতে হবে না তাই। খুঁটিপুজোর মধ্যে দিয়ে জগন্নাথ ধামের শুভ সূচনা হয়েছে।

advertisement

View More

এবারের বাজেট আনুমানিক দেড় কোটি টাকা। পুজোর কয়েকদিনের মধ্যে প্রথম দিন নারী-পুরুষ, জাতধর্ম নির্বিশেষে বস্ত্র বিতরণ, পাশাপাশি তাদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হবে। বর্ধমান হাসপাতাল এবং অনাময় হাসপাতালে ফল বিতরণ করা হবে।সেই সঙ্গে পুজোর প্রতিটা দিন বর্ধমান শহরে যতজন মানুষ আছে, তাদের আমরা খাবার দেব। আগামী দিনে পুজো বড়ো করে করার পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”

advertisement

আরও পড়ুনঃ সিঙ্গেল ডোরের ‘ডিপ ফ্রিজে’ বরফের পাহাড়! ডিফ্রস্টের দরকার নেই, ১ ‘চিমটি’ সাদা জিনিসেই গলবে নিমেষে, চিরতরে সমস্যা গায়েব

বিশ্বজিৎ বলেন, আগে একটি নামী ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। তবে আসন্ন দুর্গা পুজোর আগে সেই ক্লাব থেকে বেরিয়ে, নিজেই পুজো শুরুর চিন্তা ভাবনা শুরু করেছেন। মাত্র তিনদিনের পরিকল্পনায় এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। সেই মতো রথের দিন মহা সমারোহে পরিবার পরিজন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সেরেছেন খুঁটি পুজোও। বিশ্বজিৎ বাবুর কথায় আগামী দিনে পুজো তিনি চালিয়ে যাবেন তবে পুজোর পাশাপাশি তার মূল লক্ষ্য থাকবে জনগণের সেবা করা প্রসঙ্গত এই প্রথম নয়। তিনি জানিয়েছেন, করোনা অতিমারী এবং পরবর্তী বিভিন্ন সময়ে একাধিক সমাজসেবামূলক কাজে হাত লাগিয়েছেন তিনি। তার সেই সকল কাজে পাশে পেয়েছেন জেলা প্রশাসনকেও।

advertisement

এবার নিজ উদ্যোগে দুর্গাপুজো শুরু করছেন। যার আনুমানিক বাজেট প্রায় দেড় কোটি টাকা। একদিকে জনসেবা অন্যদিকে জগৎজননী দেবী দুর্গার আরাধনা। দুয়ে মিলে আসন্ন দুর্গাপূজায় বর্ধমানবাসীর জন্য নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে বিগ বাজেটের এই পুজো।এই প্রয়াস জনগণের ভালো লাগবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তাও।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja: প্রথম বছরেই পুজোর বাজেট দেড় কোটি টাকা! বর্ধমানের এক ব্যবসায়ী পুজোর উদ্যোক্তা, কী কী চমক অপেক্ষায়? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল