পুরুলিয়ার বুকে তৈরি করা হচ্ছে একটুকরো রাজস্থান। ‘রুখা’ মাটিতে বসেই জেলাবাসী রাজস্থানের গুরুত্বপূর্ণ নিদর্শন দেখতে পাবেন। বর্তমানে জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তৈরি হচ্ছে হাওয়া মহল, জল মহল সহ রাজস্থানের নানা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
আরও পড়ুনঃ ঘরের কাছেই হোয়াইট হাউস-লন্ডন ব্রিজ! জেলার বিগ বাজেট পুজোয় বড় চমক, কোথায় দেখা যাবে এই মণ্ডপ?
advertisement
এই বিষয়ে পুজো কমিটির সদস্যরা বলেন, ২২৫ বছরে তাঁদের থিম তাক লাগিয়ে দেবে। ঘরের কাছেই দেখা যাবে একটুকরো রাজস্থান। বিগত দু’মাস ধরে পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে। এছাড়াও পুজো উপলক্ষে তাঁদের মন্দির সংস্কার করা হচ্ছে। সবমিলিয়ে, মানুষের মধ্যে বিরাট উচ্ছ্বাস চোখে পড়ছে। এছাড়াও জানা যাচ্ছে, পুজোর ক’দিন পুরুলিয়ার লোকসংস্কৃতি যেমন ছৌ, ঝুমুর নৃত্য ও লোকগীতি উপস্থাপন করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চকবাজার ষোলআনা কমিটির দুর্গাপুজো। ২২৫ বছরে নজরকাড়া থিমে সকলের নজর কাড়তে চলেছেন তাঁরা। প্রস্তুতির সময় থেকেই মানুষের ভিড় দেখা যাচ্ছে। সকলেই এই পুজো মণ্ডপ দর্শনের অপেক্ষায় রয়েছেন।