নতুনগ্রামের খ্যাতনামা একজন কাষ্ঠশিল্পী হলেন গৌতম ভাস্কর। এবার তাঁর হাতে তৈরি বিভিন্ন কাঠের পুতুল পাড়ি দেবে ভিনরাজ্যে। ভিনরাজ্যের পুজো প্যাণ্ডেল সেজে উঠবে নতুনগ্রামের কাঠের পুতুল দিয়ে। এই বিষয়ে শিল্পী গৌতম ভাস্কর জানিয়েছেন, “আমার তৈরি মূর্তি এবার যাচ্ছে হাওড়া, মুম্বই আর রাজস্থান। সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার বেশি অর্ডার পেয়েছি। বিভিন্ন ধরনের মূর্তি আমরা তৈরি করেছি।”
advertisement
তৈরি হয়েছে কাঠের বড় বড় পেঁচা, রাজারানি-সহ ছোট সাইজের একাধিক পুতুল। আর মাত্র কিছুদিন পরেই সমস্ত পুতুল পাড়ি দেবে রাজ্যের বিভিন্ন জায়গায়। এই পুতুল তৈরির কাজে এখন হাত লাগান মহিলারাও। পুতুলে রঙ করা থেকে শুরু করে আরও নানা ধরনের কাজ তাঁরা করেন। মহিলা শিল্পী নন্দরানী ভাস্কর বলেন, “সংসার সামলানোর পরেও কাঠের পুতুলে রঙ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ আমাদের করতে হয়। এই সময় আমরা খুবই ব্যস্ত রয়েছি।”
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে হাতে গরম টাকা আয় করতে চান! মহিলাদের উপার্জনের নতুন পথ, জানুন এক ক্লিকেই
গ্রামের অল্প বয়সী ছেলেরাও পুরানো ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এই পেশাকেই বেছে নিয়েছেন। তাছাড়া এখন এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে বেশ ভাল টাকা উপার্জনও করেন অনেকেই। শিল্পী গৌরাঙ্গ ভাস্কর বলেন, “বাবা এই কাজ করেছেন এখন আমিও এই কাজই করছি। বিশেষ করে ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যই এই কাজে যুক্ত হওয়া।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্গাপুজোর আগে ব্যস্ততার মাঝেও আনন্দে রয়েছেন শিল্পীরা। বর্তমানে দিনরাত জেগে তাঁরা পুতুল তৈরির কাজ করছেন। ভিনরাজ্যের প্যান্ডেল সেজে উঠবে নতুনগ্রামের পুতুল দিয়ে, এই আনন্দে অনেকটাই খুশি শিল্পীরা। শিল্পী উত্তম ভাস্কর এই প্রসঙ্গে বলেন, “আমরা খুবই আনন্দিত। আমাদের তৈরি পুতুল ভিনরাজ্যের দুর্গা পূজার প্যান্ডেলে সাজানো হবে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। নতুন গ্রামের নাম উজ্জ্বল হবে।” সবমিলিয়ে বর্তমানে পুজোর আগে জোর কদমে চলছে প্রস্তুতি। আনন্দে রয়েছেন শিল্পীরা। ভিনরাজ্যে আবারও উজ্বল হবে পূর্ব বর্ধমান জেলার নাম।