কেবল মণ্ডপ নয়, দেবী দুর্গার প্রতিমার অলঙ্কারেও রয়েছে বিশেষ আকর্ষণ। প্রায় ৮০ কেজি সোনার গয়নায় সজ্জিত দেবীকে দেখতে ইতিমধ্যেই ভিড় জমেছে দূরদূরান্তের মানুষ। উদ্যোক্তাদের দাবি, এবার পুজো তাদের ৩৩ তম বর্ষ, আর এই বিশেষ থিম দর্শনার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
advertisement
মণ্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধবধবে সাদা ফাইবার ও প্লাই দিয়ে, আর অন্দরে ব্যবহার হয়েছে পাটকাঠি, কদবেল, পাহাড়ি ফলফুল-সহ নানা প্রাকৃতিক সামগ্রী। এগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অপূর্ব কারুকাজ। মণ্ডপ শিল্পী উইলিয়াম সরকারের কথায়, বুদ্ধ পূর্ণিমার দিন খুঁটি পুজোর পর থেকে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে এই মহীরুহ মণ্ডপকে দাঁড় করিয়েছেন।
ক্লাবের সম্পাদক অমিত বিশ্বাস জানিয়েছেন, এবারের উচ্চতাই হবে অন্যতম আকর্ষণ। পাশাপাশি, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তা কর্মী। বিশেষ আলোর ব্যবস্থায় থিমকে আরও জীবন্ত করে তোলা হয়েছে।
দুর্গাপুজো মানেই নতুনত্ব আর চোখধাঁধানো শিল্পকর্ম। সেই ধারাকেই ধরে রেখে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব এ বছর বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ ও সোনার গয়নায় সজ্জিত প্রতিমার মাধ্যমে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দিচ্ছে। উদ্বোধনের পর থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন এই অভিনব দুর্গোৎসবের সাক্ষী থাকতে।





