TRENDING:

এমনি এমনি কী আর 'শ্রেষ্ঠ' উৎসব! চিনা অতিথিরা নাড়ু পাকিয়ে খেলেন, বাজালেন ঢাক! বিদেশিদের নিয়ে জমজমাট পুজো

Last Updated:

Durga Puja 2025 : গ্রামের দুর্গাপুজোয় অতিথি এল চিন থেকে। বাজালেন ঢাক, পাকালেন নাড়ু! পুজোয় উৎসবের রঙ আরও বহুগুণ বেড়ে গেল পাণ্ডুয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পান্ডুয়া, হুগলী, সোমনাথ ঘোষ: বাঙালির প্রামের দুর্গাপুজো। কিন্তু এর ব্যপ্তি যে বিশ্বজোড়া, তা বুঝতে পারবেন এই ঘটনা দেখলেই। কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে হুগলির পান্ডুয়ার ভুঁইপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির মণ্ডপে ষষ্ঠীর সকালে হাজির হলেন চিন হাইকমিশন অফিসের প্রতিনিধি দল।
চিনা অতিথিদের পুজোর আলপনা
চিনা অতিথিদের পুজোর আলপনা
advertisement

চাইনিজ কনস্যুলেট কলকাতার ডেপুটি কনসাল জেনারেল কুইং ইয়ং-এর নেতৃত্বে ১০ জন চীনা নাগরিক যোগ দেন গ্রামীণ পুজোর আনন্দে। চিনা অতিথিদের স্বাগত জানাতে করা হয়েছিল বিশেষ বন্দোবস্ত। আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিশেষ স্বাগত জানানো হয় চৈনিক অতিথিদের। ফুল ও চন্দনের ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানায় এলাকার শিশুরা। তারপর পুজোর আনন্দে মেতে ওঠেন অতিথিরা।

advertisement

আরও পড়ুন : আর পাঁচজনের মতো নয় ওরা! পুলিশের হাত ধরে দুর্গা দর্শন, উৎসবে শামিল সবাই

মণ্ডপে ঢাক বাজানো থেকে শুরু করে আলপনা আঁকা, নাড়ু পাকানো এবং মা দুর্গার সামনে আরতিতে অংশ নেন তাঁরা। পাশাপাশি শিশুদের হাতে তৈরি মাটির প্রতিমা ও আঁকা ছবি উপহার হিসেবে দেওয়া হয় অতিথিদের। কুইং ইয়ং নিজেই ঢাক বাজিয়ে ও নাড়ু পাকিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “এখানকার পরিবেশ, পুজোর আচার-অনুষ্ঠান এবং মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

advertisement

আরও পড়ুন : মণ্ডপে ঢুকলেই পৌঁছে যাবেন পহেলগাঁও! সেনা অভিযানের বাস্তব ছবি যেন চোখের সামনে…

তিনি আরও বলেন, দুর্গাপুজায় নাড়ু একটি বিশেষ খাবার, প্রথমবার তা নিজে তৈরি করতে পেরে খুব ভাল লাগল। ঢাকও বাজালাম। গ্রামীণ দুর্গোৎসবের এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিদেশি অতিথিদের উপস্থিতিতে পুজোয় উৎসবের রঙ আরও বহুগুণ বেড়ে গিয়েছে। আন্তর্জাতিক বন্ধুত্বের আবহে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা গ্রাম।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এমনি এমনি কী আর 'শ্রেষ্ঠ' উৎসব! চিনা অতিথিরা নাড়ু পাকিয়ে খেলেন, বাজালেন ঢাক! বিদেশিদের নিয়ে জমজমাট পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল