চাইনিজ কনস্যুলেট কলকাতার ডেপুটি কনসাল জেনারেল কুইং ইয়ং-এর নেতৃত্বে ১০ জন চীনা নাগরিক যোগ দেন গ্রামীণ পুজোর আনন্দে। চিনা অতিথিদের স্বাগত জানাতে করা হয়েছিল বিশেষ বন্দোবস্ত। আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিশেষ স্বাগত জানানো হয় চৈনিক অতিথিদের। ফুল ও চন্দনের ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানায় এলাকার শিশুরা। তারপর পুজোর আনন্দে মেতে ওঠেন অতিথিরা।
advertisement
আরও পড়ুন : আর পাঁচজনের মতো নয় ওরা! পুলিশের হাত ধরে দুর্গা দর্শন, উৎসবে শামিল সবাই
মণ্ডপে ঢাক বাজানো থেকে শুরু করে আলপনা আঁকা, নাড়ু পাকানো এবং মা দুর্গার সামনে আরতিতে অংশ নেন তাঁরা। পাশাপাশি শিশুদের হাতে তৈরি মাটির প্রতিমা ও আঁকা ছবি উপহার হিসেবে দেওয়া হয় অতিথিদের। কুইং ইয়ং নিজেই ঢাক বাজিয়ে ও নাড়ু পাকিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “এখানকার পরিবেশ, পুজোর আচার-অনুষ্ঠান এবং মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
আরও পড়ুন : মণ্ডপে ঢুকলেই পৌঁছে যাবেন পহেলগাঁও! সেনা অভিযানের বাস্তব ছবি যেন চোখের সামনে…
তিনি আরও বলেন, দুর্গাপুজায় নাড়ু একটি বিশেষ খাবার, প্রথমবার তা নিজে তৈরি করতে পেরে খুব ভাল লাগল। ঢাকও বাজালাম। গ্রামীণ দুর্গোৎসবের এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিদেশি অতিথিদের উপস্থিতিতে পুজোয় উৎসবের রঙ আরও বহুগুণ বেড়ে গিয়েছে। আন্তর্জাতিক বন্ধুত্বের আবহে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা গ্রাম।