Durga Puja 2025 : আর পাঁচজনের মতো নয় ওরা! পুলিশের হাত ধরে দুর্গা দর্শন, উৎসবে শামিল সবাই

Last Updated:
Durga Puja 2025 : আর পাঁচজনের মতো ওরা নয়। ঘর থেকে বাইরে যেতে ভাবতে হয় অনেক। কিন্তু বছরের এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে সবাই। দেখা হয় মায়ের সঙ্গে।
1/6
 হাওড়া: রিয়া, সাদিয়া, শুভদীপ, সুহানা, মুসকান ও অর্কদের ঠাকুর প্রতিমা দর্শন পুলিশের হাত ধরে! আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গেই উৎসবের আনন্দে শামিল ওরা। সারা বছর অপেক্ষা শেষে এমন একটা দিন, ভীষণ আনন্দের ওদের কাছে। এতে ভীষণ আনন্দিত ওদের পরিবার।
রিয়া, সাদিয়া, শুভদীপ, সুহানা, মুসকান ও অর্কদের প্রতিমা দর্শন পুলিশের হাত ধরে! আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গেই উৎসবের আনন্দে শামিল ওরা। সারা বছর অপেক্ষা শেষে এমন একটা দিন, ভীষণ আনন্দের ওদের কাছে। এতে ভীষণ আনন্দিত ওদের পরিবার। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
পুলিশের সহযোগিতায় গত কয়েক বছরের ন্যায় এবারও পুজো পরিক্রমায় বিশেষ ভাবে সক্ষম শিশু এবং তার পরিবার। এবার মোট ৯৫ জন শিশু এবং পরিবার পুজো পরিক্রমে অংশগ্রহণ করে। দুর্গা পুজোর এই একটা দিনে কয়েক ঘণ্টা, একটু অন্যভাবে কাটানো মুহূর্ত সারা বছর ওদের কাছে স্মৃতি হয়ে থাকে।
পুলিশের সহযোগিতায় গত কয়েক বছরের মত এবারও পুজো পরিক্রমায় বিশেষ ভাবে সক্ষম শিশুরা এবং তাদের পরিবার। এবার মোট ৯৫ জন শিশু এবং পরিবার পুজো পরিক্রমে অংশগ্রহণ করে। দুর্গা পুজোর এই একটা দিনে কয়েক ঘণ্টা, একটু অন্যভাবে কাটানো মুহূর্ত সারা বছর ওদের কাছে স্মৃতি হয়ে থাকে।
advertisement
3/6
ষষ্ঠীর দিন সকালে পুজো পরিক্রমা সূচনা হবে। সময়ের প্রায় দুই ঘন্টা আগেই, বেশ কিছু শিশু ও পরিবার সদস্য হাজির হাওড়া গ্রামীণ জেলা পুলিশের প্রধান কার্যালয়ে। সকাল ১১টা নাগদ হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল, এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত থেকে পুজো পরিক্রমা সূচনা করেন।
ষষ্ঠীর দিন সকালে পুজো পরিক্রমা সূচনা হয়েছে। সময়ের প্রায় দুই ঘন্টা আগেই, বেশ কিছু শিশু ও পরিবার সদস্য হাজির হয়েছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের প্রধান কার্যালয়ে। সকাল ১১টা নাগদ হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল, এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত থেকে পুজো পরিক্রমা সূচনা করেন।
advertisement
4/6
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের প্রধান কার্যালয় থেকে জাতীয় সড়ক হয়ে প্রথম পৌঁছবেন মনসাতলার একটি পুজো মণ্ডপে সেখান থেকে বরুন্দা, দেউলটি, কইঝুড়ি ও পাঁচলা নেতাজি সংঘের মণ্ডপ ও প্রতিমা দর্শনের এদিনের পুজো পরিক্রমার সমাপ্ত। বিশেষভাবে সক্ষম শিশুদের এই পরিক্রমায় পুজো কমিটিগুলিও বিভিন্ন ভাবে সহযোগিতা করেন। মণ্ডপে শিশুদের আহ্বান জানিয়ে ফুল দিয়ে অভিনন্দন, চকলেট ক্যাডবেরি দেওয়া এবং প্রবেশ করার জন্য হুইলচেয়ার প্রবেশের উপযুক্ত ব্যবস্থা রেখেছেন। শিশুদের পরিবারও এতে ভীষণভাবে উৎসাহিত। এদের মধ্যে অনেকই এমন রয়েছে , যারা এর আগে সেভাবে ঠাকুর দেখতে বের হবার সুযোগ পায়নি।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের প্রধান কার্যালয় থেকে জাতীয় সড়ক হয়ে প্রথম গন্তব্য মনসাতলার একটি পুজো মণ্ডপ। সেখান থেকে বরুন্দা, দেউলটি, কইঝুড়ি ও পাঁচলা নেতাজি সংঘের মণ্ডপ ও প্রতিমা দর্শনের এদিনের পুজো পরিক্রমার সমাপ্ত। বিশেষভাবে সক্ষম শিশুদের এই পরিক্রমায় পুজো কমিটিগুলিও বিভিন্ন ভাবে সহযোগিতা করে। মণ্ডপে শিশুদের আহ্বান জানিয়ে ফুল দিয়ে অভিনন্দন, চকলেট দেওয়া এবং প্রবেশ করার জন্য হুইলচেয়ার প্রবেশের উপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের পরিবারও এতে ভীষণভাবে উৎসাহিত।
advertisement
5/6
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে এই সমস্ত শিশু বা তার পরিবার যাতে বঞ্চিত না হয়। সেইদিক গুরুত্ব দিয়েই এই উদ্যোগ বলেই জানান হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল। অন্যদিকে সঞ্চারের পরিচালক সুতপা চক্রবর্তী জানান, পুলিশের সহযোগিতায় এই পুজো পরিক্রমা ছেলে মেয়েদের কাছে ভীষণ আকর্ষণের। ওরা সারা বছর অপেক্ষায় থাকে এই দিনের। এই পুজো পরিক্রমায় ভীষণ আনন্দিত ওরা। আগামী দিন ওদের জন্য আরও শুভ হতে চলেছে। কলকাতা সঞ্চার এবং আইআইটি খড়গপুর যৌথ উদ্যোগে এবার কলকাতার ২০টি পুজো মণ্ডপে চাহিদা সম্পন্ন শিশুদের মণ্ডপের থিম বা বিষয়বস্তু বোঝার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে হাওড়া জেলাতেও সেই ব্যবস্থা হবে, এখানের শিশুরা আরও আনন্দিত হবে তারা জানতে বুঝতে পারেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে এই সমস্ত শিশু বা তার পরিবার যাতে বঞ্চিত না হয়, সেইদিক গুরুত্ব দিয়েই এই উদ্যোগ বলে জানান হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল। অন্যদিকে সঞ্চারের পরিচালক সুতপা চক্রবর্তী জানান, পুলিশের সহযোগিতায় এই পুজো পরিক্রমা ছেলে মেয়েদের কাছে ভীষণ আকর্ষণের। ওরা সারা বছর অপেক্ষায় থাকে এই দিনের। এই পুজো পরিক্রমায় ভীষণ আনন্দিত ওরা। আগামী দিন ওদের জন্য আরও শুভ হতে চলেছে। কলকাতা সঞ্চার এবং আইআইটি খড়গপুর যৌথ উদ্যোগে এবার কলকাতার ২০টি পুজো মণ্ডপে চাহিদা সম্পন্ন শিশুদের মণ্ডপের থিম বা বিষয়বস্তু বোঝার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে হাওড়া জেলাতেও সেই ব্যবস্থা হবে, এখানের শিশুরা আরও আনন্দিত হবে তারা জানতে বুঝতে পারেন।
advertisement
6/6
এই কয়েক ঘন্টা কাটান মুহূর্ত সারা ওদের কাছে আনন্দের হয়ে থাকবে। সবুজ পতাকা উড়িয়ে পুজো পরিক্রমা সূচনা করেন পুলিশ সুপার সুবিমল পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। পরিক্রমা সূচনার আগে, পুলিশ সুপার শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের হাতে চকলেট ক্যাডবেরি তুলে দেন। অন্যদিকে শিশুরা নিজেদের হাতে তৈরি যত্নে সাজানো শারদ শুভেচ্ছা পত্র পুলিশ সুপারকে উপহার দেন।
এই কয়েক ঘন্টা কাটান মুহূর্ত সারা ওদের কাছে আনন্দের হয়ে থাকবে। সবুজ পতাকা উড়িয়ে পুজো পরিক্রমা সূচনা করেন পুলিশ সুপার সুবিমল পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। পরিক্রমা সূচনার আগে, পুলিশ সুপার শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের হাতে চকলেট ক্যাডবেরি তুলে দেন। অন্যদিকে শিশুরা নিজেদের হাতে তৈরি যত্নে সাজানো শারদ শুভেচ্ছা পত্র পুলিশ সুপারকে উপহার দেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement