Durga Puja 2025 : মণ্ডপে ঢুকলেই পৌঁছে যাবেন পহেলগাঁও! সেনা অভিযানের বাস্তব ছবি যেন চোখের সামনে…

Last Updated:

Durga Puja 2025 : মণ্ডপে ঢুকলেই একলহমায় পৌঁছে যাবেন পহেলগাঁও। যেন বাস্তব ঘটনার প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই দুর্গামণ্ডপ। আধুনিক মণ্ডপ সজ্জার মধ্যে নজর কাড়ছে মাতৃমূর্তি।

মণ্ডপসজ্জা
মণ্ডপসজ্জা
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: জঙ্গলমহলের দুর্গোৎসবেও নজরকাড়া থিম। পুজোর মণ্ডপে এবার দেশাত্মবোধের ছোঁয়া। সালবনি ব্লকের পিড়াকাটা বাজার কমিটির পুজো ইতিমধ্যে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। মণ্ডপে ফুটে উঠেছে সেনা অভিযানের থিম, ‘অপারেশন সিঁদুর’।
মণ্ডপে ঢুকলেই একলহমায় পৌঁছে যাবেন পহেলগাঁও। কাশ্মীরের পেহেলগাঁও ঘটনার আবহে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। সন্ত্রাসবাদী হামলা, পর্যটকদের আতঙ্ক থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাব, সবকিছুই নিখুঁতভাবে তুলে ধরেছেন শিল্পী।
আরও পড়ুন : ২৫ বছরে এর আগে ‘এমনটা’ কখনও হয়নি…! আস্ত একটা জমিদার বাড়ি এলাকায়! হাওড়ায় ‘হিট’ কোনা দক্ষিণপাড়া
সবটাই কৃত্রিম আলো, রং ও শিল্পকর্মে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীদের কাছে যেন বাস্তব ঘটনার প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই দুর্গামণ্ডপ। তবে আধুনিক মণ্ডপসজ্জার মধ্যে নজর করছে মাতৃমূর্তি। কারণ থিম যতই অভিনব হোক, প্রতিমা রয়ে গিয়েছে সাবেকি। কমিটির সদস্যদের দাবি, প্রতিবারই তাঁরা অভিনব বিষয়বস্তু দর্শকদের সামনে আনেন। এ বারও তার ব্যতিক্রম হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন : এই মণ্ডপে ঢুকলে হাতে রুমাল অবশ্যই রাখবেন! অন্দরমহলে হারিয়ে যাবেন ছেলেবেলায়! শৈশব কাঁদিয়েই ছাড়বে
উদ্যোক্তাদের কথায়, এই মণ্ডপের মাধ্যমে ভারতীয় সেনার বিক্রম মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন তারা। উৎসবের দিনে দেশপ্রেম আর ভক্তির মেলবন্ধন ঘটাতে এই বিশেষ পরিকল্পনা তাঁদের। পুজো ঘিরে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় জমছে পিড়াকাটা বাজারে। অনেকে বলছেন, এমন থিম শুধু সাজসজ্জা নয়, দেশের সেনাদের ত্যাগকে নতুন করে ভাবতে শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : মণ্ডপে ঢুকলেই পৌঁছে যাবেন পহেলগাঁও! সেনা অভিযানের বাস্তব ছবি যেন চোখের সামনে…
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement