পুজোর আসর ছোট হলেও, তার আন্তরিকতা, নিষ্ঠা ও সাংস্কৃতিক চেতনা অসীম। পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত সব নিয়ম মেনেই চলবে পুজো। এবং এই ছোট্ট পুজোর প্রধান পুরোহিতও ঈশান নিজেই।। ছোট্ট পরিসরের হলেও ঈশানের এই উদ্যোগে ফুটে উঠেছে তার অপরিসীম নিষ্ঠা, সাহস আর সংস্কৃতির প্রতি গভীর টান। বাড়ির মধ্যেই হয়ে উঠেছে যেন এক ছোট্ট পুজো মণ্ডপ।
advertisement
পুরুলিয়ার কাশীপুর বিধানসভার হুড়া এলাকার বাসিন্দা বাবা জিতেন কুণ্ডুর ছেলে ঈশান কুণ্ডু। ছোট বেলা থেকেই ছবি আঁকার প্রতি অদম্য টান ছিল ঈশানের। প্রতিবছর বাবা-মায়ের সঙ্গে দুর্গাপুজো দেখতে গিয়ে ঈশানের মনে দানা বাঁধে এক স্বপ্ন—নিজের হাতে মাটির প্রতিমা বানাবে। সেই ভাবনার বাস্তব রূপ আজ এই প্রতিমা ও পুজোর আয়োজন।
ঈশানের এই প্রয়াস নিঃসন্দেহে প্রমাণ করে যে প্রতিভা কখনোই পরিকাঠামোর উপর নির্ভর করে না। ইচ্ছাশক্তি, নিষ্ঠা ও সংস্কৃতির প্রতি গভীর ভালবাসাই পারে যেকোনও সৃষ্টিকে পৌঁছে দিতে এক অনন্য উচ্চতায়।