Mobile Phone: চারদিকে জল থইথই, পুজোতেও বৃষ্টি! পকেটের ফোন ভিজে গেলে কী করবেন? ৫ টিপস শিখে নিন, মোবাইলের ভেতর থেকে টেনে বের করবে জল

Last Updated:
Smartophone Tips: সাধের ফোনটি ভিজে গেলে কীভাবে বাঁচাবেন? কোন পদ্ধতিতে চটজলদি সহজে শুকনো করা যাবে ফোন?
1/8
রাতভর বৃষ্টিতে জল জমে গিয়েছে কলকাতা-সহ শহরতলীতে। ঘর থেকে বাইরে পা রাখলেই হাঁটুজল। কোনও কোনও জায়গায় জল প্রায় কোমর সমান। পাশাপাশি রয়েছে ফের বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে জলমগ্ন পরিস্থিতি।
রাতভর বৃষ্টিতে জল জমে গিয়েছে কলকাতা-সহ শহরতলীতে। ঘর থেকে বাইরে পা রাখলেই হাঁটুজল। কোনও কোনও জায়গায় জল প্রায় কোমর সমান। পাশাপাশি রয়েছে ফের বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে জলমগ্ন পরিস্থিতি।
advertisement
2/8
তবে জল জমে থাকলেও বাইরে বেরোতে হবেই। ভেজা বৃষ্টি, রাস্তার জলে পকেটের থাকা সর্বক্ষণের সঙ্গী মোবাইল ফোনটি ভিজে যাওয়ার প্রবল সম্ভাবনা। আবহাওয়া দফতর জানাচ্ছে পুজোতেও সঙ্গী বৃষ্টি। সুতরাং ফোন ভিজে যাওয়ার চিন্তা তখনও।
তবে জল জমে থাকলেও বাইরে বেরোতে হবেই। ভেজা বৃষ্টি, রাস্তার জলে পকেটের থাকা সর্বক্ষণের সঙ্গী মোবাইল ফোনটি ভিজে যাওয়ার প্রবল সম্ভাবনা। আবহাওয়া দফতর জানাচ্ছে পুজোতেও সঙ্গী বৃষ্টি। সুতরাং ফোন ভিজে যাওয়ার চিন্তা তখনও।
advertisement
3/8
সাধের ফোনটি ভিজে গেলে কীভাবে বাঁচাবেন? কোন পদ্ধতিতে চটজলদি সহজে শুকনো করা যাবে ফোন? ভেজা ফোন শুকনো করতে গিয়ে কোন ভুল করলে মারাত্মক ক্ষতি হতে পারে। তবে কেবল বৃষ্টির জন‍্য নয়, হাত থেকে পড়ে যাওয়া বা অন‍্য বিভিন্নভাবেও ভিজে যেতে পারে ফোন। কিন্তু ফোন ভিজে গেলে কী করবেন?
সাধের ফোনটি ভিজে গেলে কীভাবে বাঁচাবেন? কোন পদ্ধতিতে চটজলদি সহজে শুকনো করা যাবে ফোন? ভেজা ফোন শুকনো করতে গিয়ে কোন ভুল করলে মারাত্মক ক্ষতি হতে পারে। তবে কেবল বৃষ্টির জন‍্য নয়, হাত থেকে পড়ে যাওয়া বা অন‍্য বিভিন্নভাবেও ভিজে যেতে পারে ফোন। কিন্তু ফোন ভিজে গেলে কী করবেন?
advertisement
4/8
১. চালে রেখে দিন: চাল জল শুষে নেওয়ার ক্ষমতা রাখে। তাই একটি বাক্সে বা পাত্রে চালের মধ্যে মোবাইল রেখে দিন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য রেখে দিতে হবে। চাল অতি দ্রুত শুষে নেবে আদ্রতা।
১. চালে রেখে দিন: চাল জল শুষে নেওয়ার ক্ষমতা রাখে। তাই একটি বাক্সে বা পাত্রে চালের মধ্যে মোবাইল রেখে দিন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য রেখে দিতে হবে। চাল অতি দ্রুত শুষে নেবে আদ্রতা।
advertisement
5/8
২. জুতো, ব্যাগ বা ওষুধের বোতলে ছোট ছোট সিলিকা জেল প্যাকেট পাওয়া যায়। এটির আসল কাজ হল আদ্রতা শুষে নেওয়া। তাই ফোন এবং ফোনের ভিজে যাওয়া পার্টস (SIM, মেমোরি কার্ড বের করে)-এর সঙ্গে এয়ারটাইট বাক্সে রাখুন। এটি আর্দ্রতা শোষণে চালের চেয়েও ভাল।
২. জুতো, ব্যাগ বা ওষুধের বোতলে ছোট ছোট সিলিকা জেল প্যাকেট পাওয়া যায়। এটির আসল কাজ হল আদ্রতা শুষে নেওয়া। তাই ফোন এবং ফোনের ভিজে যাওয়া পার্টস (SIM, মেমোরি কার্ড বের করে)-এর সঙ্গে এয়ারটাইট বাক্সে রাখুন। এটি আর্দ্রতা শোষণে চালের চেয়েও ভাল।
advertisement
6/8
৩. একইভাবে গম বা শুকনো আটা এবং বেকিং সোডাও ফোন থেকে আর্দ্রতা শোষণে সাহায্য করে। শুধু মনে রাখবেন যে ফোনকে কাপড় বা টিস্যু পেপারে মুড়িয়ে এই জিনিসগুলিতে রাখা উচিত যাতে পাউডার মোবাইলের ভিতরে না যায়।
৩. একইভাবে গম বা শুকনো আটা এবং বেকিং সোডাও ফোন থেকে আর্দ্রতা শোষণে সাহায্য করে। শুধু মনে রাখবেন যে ফোনকে কাপড় বা টিস্যু পেপারে মুড়িয়ে এই জিনিসগুলিতে রাখা উচিত যাতে পাউডার মোবাইলের ভিতরে না যায়।
advertisement
7/8
৪. ফোন শুকনো করতে নুনও কাজে লাগতে পারে। একটি এয়ারটাইট বাক্সে শুকনো নুন ভরে ফোনটি তাতে রাখুন। নুনও দ্রুত আর্দ্রতা শুষে নেয়।
৪. ফোন শুকনো করতে নুনও কাজে লাগতে পারে। একটি এয়ারটাইট বাক্সে শুকনো নুন ভরে ফোনটি তাতে রাখুন। নুনও দ্রুত আর্দ্রতা শুষে নেয়।
advertisement
8/8
৫. মোবাইল যদি ভিজে যায় তাহলে সরাসরি রোদে বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো করা উচিত নয়। ক্ষতি হতে পারে ফোনের। সাধারণ ফ‍্যান বা কুলারের ঠান্ডা বাতাসের সামনে রেখে শুকোন। এমনটা করলে মোবাইল থেকে জল বেরিয়ে যাবে।
৫. মোবাইল যদি ভিজে যায় তাহলে সরাসরি রোদে বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো করা উচিত নয়। ক্ষতি হতে পারে ফোনের। সাধারণ ফ‍্যান বা কুলারের ঠান্ডা বাতাসের সামনে রেখে শুকোন। এমনটা করলে মোবাইল থেকে জল বেরিয়ে যাবে।
advertisement
advertisement
advertisement