বিশ্ব সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা তারা প্রতিবছরই করে থাকেন। এবার বেছে নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন সভ্যতার প্রতীক মায়ানমারের বৌদ্ধ মন্দির। এই থিমের মাধ্যমে শান্তি, সহনশীলতা এবং আধ্যাত্মিকতার বার্তা দিতে চেয়েছেন উদ্যোক্তারা।
advertisement
৩৩ তম বর্ষে এবারের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে মায়ানমারের বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে। পুজো কমিটির পক্ষ থেকে জানা যায়, লুমিনাস ক্লাবের মন্দিরের বিশেষত্বই হল মণ্ডপের উচ্চতা! দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্ডপ দেখার জন্য, এ বছরেও তার অন্যথা হবে না। এবছর মণ্ডপের উচ্চতা হবে আনুমানিক ১৫০ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ১৪০ ফুটের কাছাকাছি, পুজো মণ্ডপটি বানাতে প্রায় সম্পূর্ণ মাঠটি এইবার লেগে যাবে বলে জানা গিয়েছে।
মণ্ডপের অভ্যন্তরে ভেতরে কারুকার্য থাকবে পাটকাঠির এবং বাইরেটি করা হবে ফাইবারের। সম্পূর্ণ মণ্ডপটি শ্বেতবর্ণের থাকবে, পাশাপাশি থাকবে বুদ্ধের একাধিক মুর্তি। এই অনন্য থিম-নির্ভর প্যান্ডেল দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাবেন বলেই আশা করা হচ্ছে। বলা যেতে পারে এবারের দুর্গাপুজোয় কল্যাণী যেন এক টুকরো মায়ানমারে রূপ নিতে চলেছে।
Mainak Debnath





