TRENDING:

পড়াশোনা সামলে শিল্পচর্চা! টাকির কলেজ পড়ুয়ার গড়া প্রতিমা শোভা পাবে জেলার নানা মণ্ডপে, কোন কৌশল শিখেছেন ইউটিউবে?

Last Updated:

Durga Puja 2025: উত্তর ২৪ পরগনার টাকির তরুণ শিল্পী, কলেজ পড়ুয়া দীপন বিশ্বাসের হাতে গড়া প্রতিমা পৌঁছে যাচ্ছে টাকি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, স্বরূপনগর-সহ জেলার নানা প্রান্তে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টাকি, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: শেষ মুহূর্তের প্রস্তুতি, কলেজ পড়ুয়ার হাতে গড়া প্রতিমা পাড়ি দিচ্ছে জেলার নানা প্যান্ডেলে। পুজোর আমেজ শুরু হতেই কলকাতা শহরের প্যান্ডেলগুলোতে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। একই ছবি গ্রামাঞ্চলেও। এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে ছুটছে প্রতিমা। উত্তর ২৪ পরগনার টাকির তরুণ শিল্পী, কলেজ পড়ুয়া দীপন বিশ্বাসের হাতে গড়া প্রতিমাও এখন পৌঁছে যাচ্ছে টাকি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, স্বরূপনগর-সহ জেলার নানা প্রান্তে।
advertisement

টাকি গভর্নমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র দীপনের শিল্পচর্চার শুরু ছোটবেলায়। নদীর তীরে খেলার ছলে ইছামতির এঁটেল মাটি দিয়ে ছোট ছোট মূর্তি বানাত সে। সেখান থেকেই জন্ম নেয় মূর্তি গড়ার প্রতি অনুরাগ। পরে ইউটিউব দেখে প্রতিমা গড়ার কৌশল আয়ত্ত করে এখন তিনি দুর্গা, কালী, সরস্বতী থেকে শুরু করে কার্তিক ও গণেশ – সব প্রতিমাই গড়ে তুলতে সক্ষম। বাঁশ, বিচুলি আর টাকির মাটিতেই ফুটে উঠছে তার নিখুঁত মৃন্ময়ী শিল্প।

advertisement

আরও পড়ুনঃ বাঙালি শিল্পীদের গড়া আস্ত মহাভারতের দরবার! বিশালাকার ময়ূর তোরণ! মণ্ডপে পা দিলে পৌঁছে যাবেন পাণ্ডব-কৌরবদের যুগে, কোথায় হয়েছে জানেন?

পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই প্রতিমা গড়ায় মন দেন দীপন। দীপনের আশা,  একদিন তার প্রতিমা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের পুজো মণ্ডপেও ঠাঁই পাবে। শৈশব থেকে শতাব্দী প্রাচীন ইছামতির বিসর্জনের ঐতিহ্য আর দুই বাংলার মিলনমেলার গল্প শুনে বড় হয়েছেন দীপন। আজ সেই ঐতিহ্যের সঙ্গেই মিশে যাচ্ছে তার শিল্পীসত্ত্বা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দীপনের হাতে গড়া প্রতিমা পৌঁছে যাচ্ছে বসিরহাট ছাড়িয়ে জেলার নানা মণ্ডপে। আর সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে টাকির সুনামও। কলেজ পড়ুয়া এই তরুণ শিল্পীর একাগ্রতা ও অধ্যবসায় অনেক তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠছে। ভবিষ্যতে শিল্পকেই সঙ্গী করে এগিয়ে যেতে চান দীপন। তার হাতের ছোঁয়ায় আরও উজ্জ্বল হয়ে উঠছে টাকির প্রতিমা শিল্পের ঐতিহ্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পড়াশোনা সামলে শিল্পচর্চা! টাকির কলেজ পড়ুয়ার গড়া প্রতিমা শোভা পাবে জেলার নানা মণ্ডপে, কোন কৌশল শিখেছেন ইউটিউবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল