টাকি গভর্নমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র দীপনের শিল্পচর্চার শুরু ছোটবেলায়। নদীর তীরে খেলার ছলে ইছামতির এঁটেল মাটি দিয়ে ছোট ছোট মূর্তি বানাত সে। সেখান থেকেই জন্ম নেয় মূর্তি গড়ার প্রতি অনুরাগ। পরে ইউটিউব দেখে প্রতিমা গড়ার কৌশল আয়ত্ত করে এখন তিনি দুর্গা, কালী, সরস্বতী থেকে শুরু করে কার্তিক ও গণেশ – সব প্রতিমাই গড়ে তুলতে সক্ষম। বাঁশ, বিচুলি আর টাকির মাটিতেই ফুটে উঠছে তার নিখুঁত মৃন্ময়ী শিল্প।
advertisement
পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই প্রতিমা গড়ায় মন দেন দীপন। দীপনের আশা, একদিন তার প্রতিমা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের পুজো মণ্ডপেও ঠাঁই পাবে। শৈশব থেকে শতাব্দী প্রাচীন ইছামতির বিসর্জনের ঐতিহ্য আর দুই বাংলার মিলনমেলার গল্প শুনে বড় হয়েছেন দীপন। আজ সেই ঐতিহ্যের সঙ্গেই মিশে যাচ্ছে তার শিল্পীসত্ত্বা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীপনের হাতে গড়া প্রতিমা পৌঁছে যাচ্ছে বসিরহাট ছাড়িয়ে জেলার নানা মণ্ডপে। আর সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে টাকির সুনামও। কলেজ পড়ুয়া এই তরুণ শিল্পীর একাগ্রতা ও অধ্যবসায় অনেক তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠছে। ভবিষ্যতে শিল্পকেই সঙ্গী করে এগিয়ে যেতে চান দীপন। তার হাতের ছোঁয়ায় আরও উজ্জ্বল হয়ে উঠছে টাকির প্রতিমা শিল্পের ঐতিহ্য।