পুজো মণ্ডপগুলিতে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি সারা দেশের বিভিন্ন মন্দির, মহল ও ইতিহাসকে সামনে রেখে মণ্ডপ সেজে উঠছে। প্রতি বছর আরও বেশি আকর্ষণীয় এবং নতুন চিন্তা ভাবনা দর্শকদের সামনে তুলে ধরার উদ্যোগ তো থাকেই। সেই সঙ্গে বাংলার ঐতিহ্য এবং বাঙালির রীতিনীতি বজায় রাখতে বা নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে মণ্ডপ সাজিয়ে তোলার উদ্যোগ দেখা যায় দারুন ভাবে। প্রতিবছর জেলার বিভিন্ন পুজো মণ্ডপে বাংলার চলমান নানা ঘটনা অথবা এক সময় বহু প্রচলিত সংস্কৃতি ফিকে হয়ে আসছে এমন কিছু দৃশ্যও চোখে পড়ে। সেই রকমই একটি উদ্যোগে হাওড়ার সলোপ বুধয়ার আগমনী মহিলা পুজোর এবারের থিম ভাবনা মানত।
advertisement
আরও পড়ুনঃ সমাজের ‘স্তম্ভ’ তো তাঁরাই, দুর্গাপুজোয় নারীশক্তির উদযাপন! এই মণ্ডপের দর্শন মিস করবেন না
পুজো উদ্যোক্তাদের কথায় জানা যায়, প্রবীণ অর্থাৎ মা ঠাকুমাদের মধ্যে দেখা যেত সংসার ও পরিবারের মঙ্গল কামনায় বিভিন্ন দেবদেবীর কাছে ‘ মানত ‘ রীতি। জাঁকজমক করে পুজো দিতে বিভিন্ন অর্ঘ্য নিবেদন। তেমনই দেবতার স্মরণ করে সুতোয় ঢিল, চিরকুট বাধার রীতি বিভিন্ন স্থানে দেখা যায়। কিছু বছর আগে পর্যন্ত এর দারুন চল দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে সেই প্রবণতা ফিকে হচ্ছে। প্রবীনদের পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে এবং নতুন প্রজন্মের কাছে জানান দিতেই এই থিম ভাবনা।
গত প্রায় এক দেড় মাস আগে থেকে মণ্ডপ সেজে উঠেছে। মণ্ডপের সামনের প্রবেশ দ্বার থেকেই বিভিন্ন তীর্থস্থানে খন্ড চিত্র চোখে পড়বে। একইসঙ্গে তীর্থস্থানে যেভাবে মনস্কামনা পূর্ণের আশায় মানত করার রীতি বা রেওয়াজ দেখা যায় সেই রকম দৃশ্য ও ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। একই সঙ্গে এখানে শিবের বিভিন্ন রূপ চোখে পড়বে। প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে মহিলাদের প্রচেষ্টায় সেজে উঠেছে এই মণ্ডপ।