তাঁদের প্রতিমা ঘড়ি ও সময়ের আঙ্গিকে মানানসই বা সামঞ্জস্য রেখে তৈরি। আরও বেশি আকর্ষণীয়, ২০১৮ সাল থেকে বিভিন্ন থিম ক্লাবের সদস্যরা নিজেরা সাজিয়ে তোলেন। তবে অন্যতম ভূমিকা গ্রহণ করেন ক্লাবে শুভানুধ্যায়ী দ্বিজেন খামারু। নিজের চিন্তাভাবনায় মন্ডপের থিম ফুটিয়ে তোলেন তিনি। তাঁর নির্দেশ মতো সকলের হাতে একটু একটু করে মন্ডপ পূর্ণতার রূপ পায়। প্রতিবছর আকর্ষণীয় থিম দেখা যায় এখানে। প্রথম বছর থিম ছিলকয়লা খনি। গতবছর চিনের প্রাচীর থিম ভীষণভাবে দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়।
advertisement
আরও পড়ুন : বন্যা, বিপর্যয়ের বারবার আঘাত, তবুও আয়োজন…! ঘাটালে উৎসবের ছবি দেখলে মেলাতে পারবেন না
বর্তমান সময়ে এক শ্রেনীর মানুষ নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিটা মুহূর্তে নিরলস চেষ্টা চালাচ্ছেন। তাঁদের মধ্যে হয়ত অনেকেই উপলব্ধি করছেন, আরও একটু আগে সময়ের প্রতি বেশি সজাগ হলে নিজেকে আরও মেলে ধরা সম্ভব হত। বর্তমান সময়ে স্মার্টফোনে বুঁদ হয়ে সময় অতিবাহিত করছে। তাই সমাজকে সময়ের মূল্য বোঝাতে বিশেষ চিন্তাভাবনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাঁদনী বাগান নেতাজি স্পোর্টিং ক্লাব পুজো কমিটির সাধারণ সম্পাদক দীপক ধারা বলেন, বহু বছর আমাদের পুজো সাবেকি ধাঁচে হলেও, গত বেশ কয়েক বছর ধরে আমরা থিম পুজো করছি। ২০১৮ সাল থেকে প্রথম থিমের পুজো শুরু হয়। তারপর থেকে সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে থিম পুজো শুরু করেন চাঁদনী বাগান নেতাজি স্পোর্টিং ক্লাব পুজো কমিটি। প্রতি বছরের মতো এই বছরও দূরদূরান্ত থেকে মানুষ তাদের মণ্ডপে ভিড় জমাবেন বলে আশা করছে চাঁদনী বাগান নেতাজি স্পোর্টিং ক্লাব পুজো কমিটি।