গোপাল ভাড় যাঁর আসল নাম গোপাল চন্দ্র প্রামানিক। কয়েকশো বছর আগের কথা, নদিয়ার কৃষ্ণচন্দ্রের রাজ সভায় নিযুক্ত ছিলেন গোপাল ভাঁড়। তিনি ছিলেন একজন সৎ ও বুদ্ধিমান ব্যক্তি, যার ফলে রাজা তাকে অনেক বিশ্বাস করতেন ও বিভিন্ন কাজের দায়িত্ব তার হাতে তুলে দিতেন, সেই কাজগুলো খুব সহজেই গোপাল করে দিতেন। এবারে সেই গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনী নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে আসানসোলের এই জায়গায়।
advertisement
আরও পড়ুনঃ বাংলায় সরকারি চাকরির সুযোগ, একাধিক শূন্যপদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন
আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সম্পাদক সুমন বোস জানান “ আমাদের ৫৯ তম বর্ষে ভাবনা রাজ বাড়িতে গোপাল ভাঁড়। মানুষ এখন হাসতে ভুলে গেছে তাই যাতে হাসির জগতে ফিরে যেতে পারে সেই নিয়েই আমরা এই চিন্তাভাবনা নিয়েছি। এর পাশাপাশি আমাদের মাতৃ প্রতিমা আলাদাই একটা চমক থাকবে।
আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গাপুজো এবার ৫৯ তম বর্ষে পদার্পণ করছে। প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে তাদের পুজোর ভাবনা ‘রাজ বাড়িতে গোপাল ভাঁড়’। সমগ্র মণ্ডপটি বাঁশ, প্লাই, লোহার বিভিন্ন কাঠামো ও ফোম দিয়ে সেজে উঠছে একটি বিশাল রাজবাড়ি। যে রাজবাড়িতে প্রবেশ করলেই দেখতে পাবেন রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভার বিভিন্ন সদস্য পাশাপাশি গোপাল ভাঁড় ও তার স্ত্রী, গোপাল ভাঁড়ের সম্পর্কে নাতি-নাতনিরাও রয়েছেন। এবারে তাঁদের প্রতিমাতেও বিশেষ চমক থাকছে।
পুজো কমিটি আত্মবিশ্বাসী আসানসোল শহরের মধ্যে সবথেকে চমকপ্রদ মা দুর্গার প্রতিমা নিয়ে নিয়ে আসতে চলেছেন কলকাতার কুমারটুলি থেকে। তাই এবারের পুজোয় আসানসোল শহরে আস্ত একটা রাজবাড়ি তার সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা, গোপাল ভাঁড়ের জীবন কাহিনী দেখতে আসতে হবে আপনাকে এই পুজো মণ্ডপে, না এলে অনেক কিছু মিস করবেন।