জানা গিয়েছে, ট্রেন, প্লেন থিমের পর এবছর তাদের ভাবনা ছিল জলপথ নিয়েই। তবে তারই মাঝে ঘটে যাওয়া বেশ কিছু সাম্প্রতিক ঘটনায় টনক নড়ে তাদের। যেভাবে ভারতের প্রতিরক্ষা বাহিনী স্থলপথে, জলপথে ও আকাশপথে তাদের জীবন দিয়ে দেশকে রক্ষা করে চলেছেন। তাদের জন্য যদি কিছু উৎসর্গ করা যায়, সেই ভাবনা থেকেই এই থিম বেছে নেওয়া। এর মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শ্রদ্ধাজ্ঞাপন করছেন পুজো উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুন : খুশির রোদে ভাসছে পাহাড়, শিলিগুড়ি থেকে যেন হাতের মুঠোয়! সুখ স্থায়ী হবে কী? রইল মেগা আপডেট
তাই এবছর ছাব্বিশ তম বর্ষে তাদের ভাবনা রণতরী। যেখানে নির্মাণ করা হয়েছে INS বিক্রান্তের প্রতিচ্ছবি। সেভাবেই মণ্ডপ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা চলছে। চলছে একদম শেষ মুহূর্তের কাজ। উল্লেখ্য, INS বিক্রান্ত যুদ্ধ জাহাজের কথা কারোর অজানা নয়। একসময় বহু চেষ্টা করেও অন্যান্য দেশ সাবমেরিন পাঠিয়েও ধ্বংস করতে পারেনি এই রনতরী। বরং ভারত সেই সাবমেরিন কেও ধ্বংস করে দিয়েছে। তাই ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই INS বিক্রান্ত ভারতকে অনেক উঁচু জায়গায় নিয়ে গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তাদের কথায়, দেশের প্রতি ভালবাসা প্রদর্শনে বাংলার সবথেকে বড় উৎসবে তাঁরা সম্মান প্রদর্শন করতেই এই থিম বেছে নিয়েছেন। যে ঘাটাল কয়েকদিনে আগেও বন্যার কারণে নাজেহাল হয়ে পড়েছিল, সেই ঘাটালেই তুলে ধরা হয়েছে এমন অভাবনীয় থিম। যদিও মণ্ডপ তৈরির সময় একাধিকবার সমস্যার মুখোমুখি হতে হয়েছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পীদের। তারপরেও দুর্যোগের সঙ্গে কার্যত যুদ্ধ করে সেজে উঠেছে মণ্ডপ।