বন্যার পর আবার এই বৃষ্টি যেন গোদের উপর বিষফোঁড়া ঘাটাল দাসপুরেরর পুজো কমিটিগুলির কাছে। কারণ শেষ মুহূর্তে বৃষ্টি ভাসিয়ে দিয়েছে অনেককিছু। পণ্ড করে দিয়েছে সব পরিশ্রম আর আয়োজন। ফলে ক্ষতির মুখে পড়েছে পুজো কমিটিগুলি। আবার নতুন করে মণ্ডপের কাজ শেষ করার প্রয়াস চালাচ্ছেন তাঁরা। কিন্তু এই কদিনে তা কতটা সম্ভব, তা নিয়ে চিন্তায় পড়েছেন উদ্যোক্তা থেকে শিল্পী, সকলে।
advertisement
আরও পড়ুন : পুজোর আগেই শীতের গন্ধ নিয়ে হাজির, আগেভাগেই গাছে হাঁড়ি ঝোলালো শিউলিরা! কেন জানলে চমকে যাবেন
বৃষ্টির কারণে বিভিন্নভাবে বিপাকে পড়েছেন শিল্পীরা। বৃষ্টির জন্য কাজ করতে পারছেন না। অপরদিকে যে কাজগুলি হয়েছে, অতি বৃষ্টির ফলে তা ত্রিপল ঢাকা দিয়ে রাখতে হচ্ছে। এক কথায় বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়ছেন শিল্পীরা। কীভাবে পুজোর আগে মন্ডপের কাজ শেষ করবেন, সেই নিয়ে চিন্তা বাড়িয়েছে সকলের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘ একটা বছর অপেক্ষার পরে আসে বাঙালির প্রাণের দুর্গাপুজো। এই কয়েকটা দিনের জন্য চলে কয়েকমাসের প্রস্তুতি। তাই সকলেই চাইছেন পুজোর ক’দিন যেন বৃষ্টি না হয়। দেবীর কাছে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তা, শিল্পী সকলেই এই প্রার্থনা করে চলেছেন। উল্লেখ্য, মূলত শিল্পী না জুলফি থিমে থাকছে পুরনো দিনের আয়নার কাঁচের কারুকার্য। যে মন্ডপ দেখতে গিয়ে আপনি নিজেকেও দেখতে পাবেন। মণ্ডপের নব্বই শতাংশ কাজই থাকছে আয়না দিয়ে। তাই মন্ডপের ভিড় মণ্ডপেই দেখা যাবে।