TRENDING:

Durga Puja 2025: ৫৭ কেজির রুপো দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা! প‍্যান্ডেলেও বড় চমক, কোথায় হচ্ছে জানেন?

Last Updated:

প্রায় ৫৭ কেজি রূপো দিয়ে দুর্গা প্রতিমা ও অলঙ্কার তৈরি করে ফের চমকে দিলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়:  প্রায় ৫৭ কেজি রূপো দিয়ে দুর্গা প্রতিমা ও অলঙ্কার তৈরি করে ফের চমকে দিলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। উত্তরবঙ্গের কোচবিহারের মাথাভাঙার আজাদ হিন্দ সংঘে পৌঁছবে এই বিরল রূপোর প্রতিমা। প্রতিমা ছাড়াও পুজোমণ্ডপের থিম সজ্জার দায়িত্বও নিয়েছেন তিনি।
advertisement

এবারের থিমে ফুটে উঠবে পরিবেশ সংকটের প্রতীক—“অশনি সংকেত” – যেখানে দেখা যাবে জলের মধ্যেও জ্বলছে আগুন। শিল্পীর আশা, এতে পরিবেশ সচেতনতার বার্তা মিলবে দর্শকদের কাছে। ইন্দ্রজিৎ পোদ্দার জানিয়েছেন, প্রথমে মাটির ওপর গ্লাস ফাইবারের ছাঁচ তৈরি করে তার ওপর রূপো দিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিমা। অলঙ্কার থেকে কারুকার্য সবই হাতে তৈরি। কয়েক দিনের মধ্যেই বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা পৌঁছবে গন্তব্যে।

advertisement

আরও পড়ুন: ‘আমি নিজেই নষ্ট করেছি আমার কেরিয়ার’, পরপর ব্লকবাস্টার হিট, হঠাত্‍ কেন অভিনয় ছেড়ে দিলেন অজয়, অক্ষয়ের নায়িকা? বাঙালি অভিনেত্রীকে চিনতে পারছেন?

ইতিমধ্যেই শেষ পর্যায়ের ফিনিশিংয়ে ব্যস্ত শিল্পী ও তাঁর সহকারীরা। প্রায় ১৮ বছর ধরে ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে দুর্গা প্রতিমা গড়ছেন ইন্দ্রজিৎ। সোনা, রূপো, হিরে কিংবা সামুদ্রিক উপকরণ দিয়ে প্রতিমা গড়ে তিনি বারবার শিরোনামে উঠে এসেছেন। তাঁর হাতের কাজ জেলার গণ্ডি ছাড়িয়ে ভিনরাজ্যেও প্রদর্শিত হয়েছে। বহু জায়গায় তাঁর প্রতিমা সংরক্ষিত আছে বলেও জানা গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: চারদিকে জল থইথই, পুজোতেও বৃষ্টি! পকেটের ফোন ভিজে গেলে কী করবেন? ৫ টিপস শিখে নিন, মোবাইলের ভেতর থেকে টেনে বের করবে জল

মূল্যবান রূপোর প্রতিমা তৈরির কাজ চলছে সিসিটিভি নজরদারির মধ্যে দিয়ে। এ বছর মোট পাঁচটি প্রতিমা তৈরির বরাত পেয়েছেন ইন্দ্রজিৎ। তার মধ্যে একটি তৈরি হচ্ছে ৩৯ রকমের সামুদ্রিক উপকরণ দিয়ে, আরেকটি তৈরি হচ্ছে শিক্ষা সামগ্রী ও হারিয়ে যাওয়া শিশুদের খেলনা দিয়ে। পাশাপাশি পিতল, তামা ও কাঁসার প্রতিমাও গড়ছেন তিনি। আর কয়েক দিনের মধ্যেই প্রতিমাগুলি বিভিন্ন মণ্ডপে পৌঁছে যাবে। ফলে এখন যুদ্ধকালীন তৎপরতা চলছে হাবড়ার এই শিল্পালয়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ৫৭ কেজির রুপো দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা! প‍্যান্ডেলেও বড় চমক, কোথায় হচ্ছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল