এবারের থিমে ফুটে উঠবে পরিবেশ সংকটের প্রতীক—“অশনি সংকেত” – যেখানে দেখা যাবে জলের মধ্যেও জ্বলছে আগুন। শিল্পীর আশা, এতে পরিবেশ সচেতনতার বার্তা মিলবে দর্শকদের কাছে। ইন্দ্রজিৎ পোদ্দার জানিয়েছেন, প্রথমে মাটির ওপর গ্লাস ফাইবারের ছাঁচ তৈরি করে তার ওপর রূপো দিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিমা। অলঙ্কার থেকে কারুকার্য সবই হাতে তৈরি। কয়েক দিনের মধ্যেই বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা পৌঁছবে গন্তব্যে।
advertisement
ইতিমধ্যেই শেষ পর্যায়ের ফিনিশিংয়ে ব্যস্ত শিল্পী ও তাঁর সহকারীরা। প্রায় ১৮ বছর ধরে ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে দুর্গা প্রতিমা গড়ছেন ইন্দ্রজিৎ। সোনা, রূপো, হিরে কিংবা সামুদ্রিক উপকরণ দিয়ে প্রতিমা গড়ে তিনি বারবার শিরোনামে উঠে এসেছেন। তাঁর হাতের কাজ জেলার গণ্ডি ছাড়িয়ে ভিনরাজ্যেও প্রদর্শিত হয়েছে। বহু জায়গায় তাঁর প্রতিমা সংরক্ষিত আছে বলেও জানা গিয়েছে।
মূল্যবান রূপোর প্রতিমা তৈরির কাজ চলছে সিসিটিভি নজরদারির মধ্যে দিয়ে। এ বছর মোট পাঁচটি প্রতিমা তৈরির বরাত পেয়েছেন ইন্দ্রজিৎ। তার মধ্যে একটি তৈরি হচ্ছে ৩৯ রকমের সামুদ্রিক উপকরণ দিয়ে, আরেকটি তৈরি হচ্ছে শিক্ষা সামগ্রী ও হারিয়ে যাওয়া শিশুদের খেলনা দিয়ে। পাশাপাশি পিতল, তামা ও কাঁসার প্রতিমাও গড়ছেন তিনি। আর কয়েক দিনের মধ্যেই প্রতিমাগুলি বিভিন্ন মণ্ডপে পৌঁছে যাবে। ফলে এখন যুদ্ধকালীন তৎপরতা চলছে হাবড়ার এই শিল্পালয়ে।
Rudra Narayan Roy