বিগত কয়েকদিন ধরে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে প্রায় আড়াই কেজি ওজনের, ৪-৬ মিলিমিটার মোটা ফাইবার গ্লাসের, ৩০ ইঞ্চি চওড়া ও ২০ ইঞ্চি উচ্চতার এই প্রতিমা গড়ে তুলেছেন বর্ধমানের শিল্পী সিদ্ধার্থবাবু। এই প্রতিমা এবার কানাডা পাড়ি দিচ্ছে। তাঁর এই কাজে সহযোগিতা করেছেন স্ত্রী তন্দ্রা পাল।
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু! একইভাবে প্রাণ গেল ছেলের, স্কুল পড়ুয়ার অকালপ্রয়াণে পরিবারে হাহাকার
advertisement
শিল্পী জানান, ভাগ্নির মারফত কানাডায় যোগাযোগ হয়। তাঁরা প্রথমে কিছু ছবি পাঠাতে বলেন। সেই ছবি দেখে তাঁদের পছন্দ হয়। কাজটি দেরিতে এসেছিল এবং তাঁরও ছবি পাঠাতে কিছুটা দেরি হয়েছিল। তবে প্রতিমা যেহেতু বিদেশ যাবে সেই জন্য অন্য কাজ বন্ধ রেখে এই কাজটি ২০-২২ দিনের মধ্যে শেষ করেন শিল্পী। না হলে এই ধরণের কাজ করতে সাধারণত প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে। মূর্তিটি যেহেতু বিদেশে যাবে তাই ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমে মাটির মূর্তি বানিয়ে প্ল্যাস্টার প্যারিসে সেটির ছাঁচ তৈরি করে তারপর বিভিন্ন কেমিক্যাল ও গ্লাস উল দিয়ে ফাইবারের মূর্তি তৈরি করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পী সিদ্ধার্থ পালের তৈরি দুর্গা প্রতিমা এর আগে কলকাতার বিভিন্ন বড় বড় ক্লাবগুলি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে। কিন্তু এবার তাঁর হাতে গড়া এই দুর্গা প্রতিমা হাজার মাইল দূরে প্রবাসে থাকা বাঙালিদের মধ্যে নিয়ে যাবে ঘরের গন্ধ, উৎসবের আমেজ। এর মাধ্যমে শুধু বর্ধমানের নয়, বরং বাংলার লোকশিল্পের গৌরব ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক মঞ্চে।





