সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু! একইভাবে প্রাণ গেল ছেলের, স্কুল পড়ুয়ার অকালপ্রয়াণে পরিবারে হাহাকার

Last Updated:

Road Accident: দুই বাইকে চেপে চার বন্ধু ক্ষীরপাই এলাকায় ঘুরতে যান, চা খেয়ে ফেরার পথে ঘটে দুর্ঘটনা

স্কুল ছাত্রের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া
স্কুল ছাত্রের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দাসপুরের এক উচ্চমাধ্যমিক স্কুল ছাত্র। বছর ১৭-র শান্তনু মাজীর মৃত্যুতে রূপনারায়ণপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব, এই অকালমৃত্যুর ঘটনায় সকলে ভেঙে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দাসপুরের হরিরামপুরের বাসিন্দা মোহোর মাজী সদ্য লক্ষাধিক টাকার একটি বাইক কিনেছেন। শনিবার সন্ধ্যায় মোহোর ও শান্তনু আরও দুই বন্ধুকে নিয়ে বাইকে বেরিয়েছিলেন। দুই বাইকে চেপে চার বন্ধু ক্ষীরপাই এলাকায় ঘুরতে যান। চা খেয়ে ফেরার পথে ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে বিরাট সমস্যা! ক্ষতির মুখে মৃৎশিল্পীরা, হঠাৎ হল কী?
ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই বুড়ির পুকুর এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন বছর ৬০-এর এক সাইকেল আরোহী। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহোরের বাইক সরাসরি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে যান মোহোর ও শান্তনু। অন্যদিকে সাইকেল আরোহীও গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।মুহূর্তের মধ্যে স্থানীয়রা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা শান্তনুকে মৃত বলে ঘোষণা করেন। মোহোর মাজীর অবস্থা এখনও আশঙ্কাজনক, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একইসঙ্গে সাইকেল আরোহী বৃদ্ধও সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
advertisement
advertisement
মৃত শান্তনু মাজী দাসপুরের সুরতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই বছর তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই সবকিছু থেমে গেল। পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় ১০ বছর আগে শান্তনুর বাবা অমিত মাজীও এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। খড়গপুরে বন্ধুকে রিসিভ করতে গিয়ে সেই দুর্ঘটনা ঘটে। বাবার মৃত্যুর পর পরিবারের ভরসা হয়ে উঠছিলেন শান্তনু। কিন্তু দুর্ঘটনায় তিনিও চলে গেলেন। ফলে গোটা পরিবার এখন শোকে ভেঙে পড়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রূপনারায়ণপুর গ্রামে ভিড় জমেছে আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের। সকলের চোখে জল, মুখে শুধু একটি কথা- ‘এত অল্প বয়সে এমন মৃত্যু মেনে নেওয়া যায় না!’ গ্রামের মানুষের মতে, অকালেই চলে গেল এক মেধাবী ছাত্র।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু! একইভাবে প্রাণ গেল ছেলের, স্কুল পড়ুয়ার অকালপ্রয়াণে পরিবারে হাহাকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement