TRENDING:

Durga Puja 2025: বাঁকুড়ার বুকে সোনালি মণ্ডপ! পুজোর থিমে শতাব্দী প্রাচীন শিল্প, চোখধাঁধানো 'এই' প্যান্ডেল না দেখলে বড় মিস

Last Updated:

Durga Puja 2025: দীর্ঘ যাত্রাপথে একটু একটু করে বদলেছে ডোকরা শিল্পীদের কাজের ধরণ। এবার বাঁকুড়ার এক বিগ বাজেট পুজোয় এই ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প ও জঙ্গলমহলের নিজস্ব শিল্প-সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গলমহল, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ দেবদেবীর মূর্তি থেকে গয়না, ঘর সাজানোর রকমারি জিনিস- ডোকরার হাত ধরে এসব বাঙালির ঘরে ঘরে ঢুকে পড়েছে। রাঢ় বাংলার বিখ্যাত ডোকরা শিল্প সুদূর বিদেশেও সমাদৃত। এবার পুজোর থিমে দেখা যাবে মাটির টান! ফুলকুশমা বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবার তাঁদের পুজোর থিমে বাঁকুড়ার ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প ও জঙ্গলমহলের নিজস্ব শিল্প-সংস্কৃতিকে ফুটিয়ে তুলবে। প্রতিমাসজ্জাতেও থাকছে চমক। সময়ের সঙ্গে সঙ্গে এই কুটিরশিল্পের বিবর্তন ঘটেছে। এই বছর দর্শনার্থীদের সামনে বাঁকুড়ার ডোকরা শিল্পকে ফুটিয়ে তুলবে এই পুজো কমিটি।
advertisement

১৫০ বছর, আবার কেউ বলেন তারও বেশি। তবে দিন, মাস, বছরের হিসেব যাই হোক না কেন, দীর্ঘ এই যাত্রাপথে একটু একটু করে বদলেছে ডোকরা শিল্পীদের কাজের ধরণ। একসময় যেখানে লক্ষ্মীর ভাঁড়, চাল মাপার পাই কিংবা হাতি, ঘোড়া এবং দেবদেবীর মূর্তি তৈরির কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আজ তার পরিধি অনেক বেড়েছে। এবার এই শিল্পই পুজো মণ্ডপে দেখা যাবে।

advertisement

আরও পড়ুনঃ কাঁটাতার পেরিয়ে আসে ঘট, সন্ধিপুজোর বিশেষ রীতি! মালদহের সীমান্তবর্তী ‘এই’ গ্রামের দুর্গাপুজোর প্রথা আজও অটুট

ফুলকুশমা বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার দশম বর্ষে পদার্পণ করল। এবার ওই পুজো কমিটির মণ্ডপসজ্জায় দেখা যাবে বাঁকুড়ার প্রাচীন ঐতিহ্যবাহী ও হারিয়ে যেতে বসা ডোকরা শিল্প, ধামসা, মাদল ও আদিবাসী নৃত্য- যা জঙ্গলমহলের নিজস্ব সংস্কৃতি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বর্ষাকে বিদায় দিয়ে নীল শুভ্র আকাশ, ধানের ক্ষেতে মৃদু-মন্দ স্নিগ্ধ বাতাসের স্পর্শ, দিগন্ত বিস্তৃত কাশের দোলা ও শিউলির সুবাস জানান দেয় দশভূজার আগমনী বার্তা। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যকে ছাপিয়ে মণ্ডপসজ্জা থেকে প্রতিমাসজ্জায় তাক লাগাতে চাইছেন সকলে। এসবের মধ্যে ফুলকুশমা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ আলাদাভাবে নজর কেড়ে নেবে বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বাঁকুড়ার বুকে সোনালি মণ্ডপ! পুজোর থিমে শতাব্দী প্রাচীন শিল্প, চোখধাঁধানো 'এই' প্যান্ডেল না দেখলে বড় মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল