প্রত্যেক বছরই নিত্য নতুন নতুন থিমের চমক দেখা যায় এখানে। এ-বছর ১০২ বছরে পদার্পণ করেছে তাদের এই পুজো। তাই এই বছরে তাদের থিম দিল্লীর স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ। ১০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ।
আরও পড়ুন : আবার শুরু অপেক্ষা! উমা বিদায় পর্বে নিরাপত্তায় সজাগ দৃষ্টি, মহেশতলায় প্রতিমা নিরঞ্জনে নজিরবিহীন ব্যবস্থা
advertisement
এ বিষয়ে বলরামপুর ষোলআনা দুর্গাপুজো কমিটির সম্পাদক কল্লোল দত্ত বলেন, আমরা প্রত্যেক বছর দর্শনার্থীদের নতুন নতুন থিমের পুজো মণ্ডপ উপহার দেওয়ার চেষ্টা করি। তাই বিভিন্ন ধরনের থিমের পুজো মণ্ডপ তৈরি করেছি। এ বছরের নতুন থিম দিল্লীর অক্ষরধাম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মণ্ডপ দেখতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে এক দর্শনার্থী জয়দেব হালদার বলেন , তিনি প্রত্যেক বছরই এই পুজো দেখতে আসেন। এ বছরও এসেছেন। তার খুবই ভাল লাগছে এই মণ্ডপ। দুর্দান্তভাবে সাজানো হয়েছে মণ্ডপ। জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম বলরামপুরের ষোলআনা কমিটির এই দুর্গাপুজো। প্রতিবছরই থিমের চমকে দর্শনার্থীদের মনে জায়গা করে নেন তারা। এ-বছরও তার ব্যতিক্রম হয়নি।