দক্ষিণ ভারতে রয়েছে তিরুপতি বালাজি মন্দির। প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে সেখানে। তবে এবার সেই বালাজি মন্দিরের দর্শন পাবেন বাংলার এই জেলাতে। তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হচ্ছে ১০০ ফুটের পুজো মণ্ডপ। শুধু তিরুপতি বালাজি মণ্ডপ নয়, থাকছে আরও চমক। তাই এবার দুর্গাপুজোয় সেই মন্দিরের আদলে মণ্ডপ দেখতে গেলে আপনাকে আসতে হবে আসানসোলের এই জায়গায়।
advertisement
আরও পড়ুন: হোটেল, রেস্তোরাঁর হেঁশেলে হানা দিতেই চোখ কপালে! দেখেই লাফিয়ে উঠলেন আধিকারিকরা, তারপর যা করলেন জানুন
পশ্চিম বর্ধমানের আসানসোলের সি ব্লক দুর্গাপুজো কমিটির সদস্য অমিতাভ চ্যাটার্জী ও সদস্যা কৃতিকা রায় গুপ্ত বলেন, “আমরা প্রত্যেক বছরই নিত্যনতুন থিমের পুজো করে থাকি। এই বছর আমরা তিরুপতি বালাজি মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ তৈরি করার চেষ্টা করছি। কুলটি থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে প্রায় দুই মাসের বেশি ব্যবধানে চলছে কাজ। সমগ্র মণ্ডপ বাঁশ, প্লাই, ফোম সহ বিভিন্ন উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসানসোল মহকুমার অন্তর্গত সেনর্যালের সি ব্লকের পুজো এবার ৫০ বছরে পদার্পন করছে। প্রায় ১৫ লক্ষ টাকা বাজেটে তাঁদের ভাবনা তিরুপতি বালাজি মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ। কাজ শুরু হয়েছে প্রায় মাস দুয়েক বেশি সময় এর আগে থেকে। ১০০ ফুটের সম্পূর্ণ মণ্ডপটি সাদা ও গোল্ডেন রঙ দিয়ে তৈরি করা হবে। থাকবে আলোকসজ্জায় বিশেষ চমক। তাই যারা দক্ষিণের তিরুপতি বালাজি মন্দির এখনও যেতে পারেননি কোনও কারণে তারা এবার দুর্গাপুজোতে সেই তিরুপতি বালাজি মন্দিরের স্বাদ নিতে পারবেন হাতের কাছেই।