এদিন সকাল ৭ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। এই সময়ের মধ্যে সমস্যা সমাধান করে, দ্রুত মণ্ডপ দর্শনার্থীদের জন্য খোলার চেষ্টা চালানো হচ্ছে। ১৯৭৩ সালে যাত্রা শুরু করা এই ক্লাব প্রতিবছরই থিম-ভিত্তিক পুজোর জন্য দর্শনার্থীদের নজর কাড়ে। এ বছর তাদের ভাবনায় ফুটে ওঠে ‘মুখোমুখি’। দেবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ, নিজের অন্তরের শক্তির মুখোমুখি হওয়া এই ধারণাকেই মণ্ডপে রূপ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন : শহরে শতাধিক পুজো! কিন্তু কোনগুলি একেবারেই মিস করা যাবে না? দেখে নিন সেরা পাঁচের তালিকা
যেখানে স্টেইনলেস স্টিলের ‘কাইনেটিক’ কাঠামো ও মাতৃশক্তির প্রতিমা এই ভাবনাকে ফুটিয়ে তুলছে। যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষের ভিড় জমছে এই মন্ডপ দর্শনে। উদ্যোক্তারা এই চিন্তাভাবনার মধ্যে দিয়েই সকলকে বার্তা দিতে চেয়েছেন জ্ঞানই বদলায় সমাজ, শিক্ষা দেয় শক্তি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তাদের আশা, সন্ধ্যার পর থেকে ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। দর্শনার্থীদের কাছে তাই সহযোগিতা প্রার্থনা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে। অনেকেই এই পুজো মণ্ডপ দেখতে এসে ফিরে যাচ্ছেন আক্ষেপ নিয়ে। তবে সন্ধ্যে থেকেই আবারও পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হতে পারে এই আকর্ষণীয় পুজো মণ্ডপ।