TRENDING:

বাংলার বুকে একটুকরো আমাজন! গা ছমছমে রহস্যময় জঙ্গল, দেখা যাবে...! জেলার পুজোয় বড় চমক

Last Updated:

Durga Puja 2025: গাছের ঝুরি ধরে গাছের ফাঁকফোকর বেয়ে জঙ্গল পেরিয়ে জঙ্গলের মাঝে প্রায় ৫০ ফুট উপরে উঠলে দেবী দুর্গার দর্শন পাওয়া যাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ বাতাসে পুজো পুজো গন্ধ, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। দুঃখ, যন্ত্রণা ভুলে দুর্গাপুজোর ক’টা দিন বাঙালি মেতে উঠবে আনন্দে। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই ইতিমধ্যেই প‍্যান্ডেল বাঁধা শুরু হয়েছে। যাঁরা থিমের উপর প‍্যান্ডেল করেন সেইসমস্ত থিমের কাজও শুরু হয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। সেইসব থিম এখনও খুব পরিষ্কার বোঝা না গেলেও বোধগম্য হয়েই যাচ্ছে কে কী ফুটিয়ে তুলতে চাইছেন। প্রাক পুজো পরিক্রমায় ক‍্যামেরায় উঠে এল তেমনই এক নজরকাড়া ছবি। দাসপুরে এবার নাকি আমাজনের জঙ্গল!
advertisement

অবাক হচ্ছেন? দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলের কথা নিশ্চয়ই শুনেছেন? অ্যানাকোন্ডা সাপ, আমাজন নদী, আদিম মানুষ- সব মিলিয়ে আস্ত আমাজন জঙ্গল এবার দাসপুরের গোপালপুরে। ২০২৫-এর সর্বজনীন দুর্গোৎসবের ভাবনায় এবার গোপালপুরে আমাজনের জঙ্গল।

আরও পড়ুনঃ রাজস্থান না গেলেও হবে! রাজমহলের মহিমা নিয়ে হাজির আসানসোলের পুজো

সবে মাত্র মণ্ডপের কিছুটা কাজ এগিয়েছে। আস্ত একটা বিশালাকার বট গাছ। সেই গাছের ঝুরি ধরে গাছের ফাঁকফোকর বেয়ে জঙ্গল পেরিয়ে জঙ্গলের মাঝে প্রায় ৫০ ফুট উপরে উঠলে দেবী দুর্গার দর্শন পাওয়া যাবে। এখনই এই জঙ্গলে প্রবেশ করতে গা ছমছম করছে। উপরে তাকালে বটের ঝুরি। মনে হচ্ছে এই বুঝি সেই অ্যানাকোন্ডা নেমে এল! এরই পাশে থাকবে আমাজনের নদী। থাকবে আমাজনের জঙ্গলের পশু পাখি। তাঁদের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাবে।

advertisement

View More

রাতের অন্ধকারে আলো-আঁধারির মাঝে এই গোপালপুরে ঠাকুর দেখতে আসা বেশ রোমাঞ্চকর হবে বলেই আশা করা হচ্ছে। মণ্ডপে ঢুকলে অনুভূত হবে এক রোমাঞ্চ। নীচে থাকবে আমাজন নদী ও মানুষখেকো সব হিংস্র জীবজন্তু!

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

সব মিলিয়ে, মা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। হাতে এখনও কয়েকটা দিন। তারপরই আলোয় আলোয় ভরে উঠবে আকাশ। কিংবদন্তী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া জানান দেবে পুজো শুরু হতে হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার বুকে একটুকরো আমাজন! গা ছমছমে রহস্যময় জঙ্গল, দেখা যাবে...! জেলার পুজোয় বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল