প্রায় ৮ লক্ষ টাকা বাজেটের এই পুজো এবার প্রতিমার নকশা ও নির্মাণেও আনছে নতুনত্বের ছোঁয়া। পুজো কমিটির অন্যতম সদস্য সঞ্জয় শর্মা বলেন, প্রতিবছরই আমরা দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছর সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় থাকছে এই অনন্য মণ্ডপ। থার্মোকল সহ বিভিন্ন উপকরণে তৈরি করা হচ্ছে পুরো মণ্ডপ।
আরও পড়ুন : চোখে জল আনবে এই থিম, শত্রুদের বুঝিয়ে দেবে দেশের পরাক্রম! মাতৃ বন্দনায় ‘সিঁদুরের’ শক্তি দেখাবে এই পুজো কমিটি
advertisement
দিনরাত পরিশ্রম করে চলেছেন শিল্পীরা। মণ্ডপশিল্পী রাজু সেন জানান, বৃষ্টির কারণে মাঝে মাঝে কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে ঠিকই, তবে থেমে নেই প্রস্তুতি। জোরকদমে এগিয়ে চলেছে রথযাত্রার অনন্য সেই দৃশ্যপট ফুটিয়ে তোলার কাজ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর আপার বেনিয়াশোল পুজো মণ্ডপ শুধুমাত্র একটি পুজোস্থল নয়, হয়ে উঠবে ধর্ম, সংস্কৃতি ও শিল্পের এক মেলবন্ধনের কেন্দ্রবিন্দু। দর্শনার্থীরা পা রাখলেই যেন পৌঁছে যাবেন পুরীর রথযাত্রার সেই মহোৎসবে।