এদিন মহা অষ্টমীর সকাল থেকেই ঢাকের বাদ্যি বাজার সঙ্গে সঙ্গে কাসর, ঘন্টা ও মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কৃষ্ণনগর রাজবাড়ীর নাট মন্দিরে পুজিত হল মা রাজরাজেশ্বরী, ও সবশেষে অঞ্জলি ও আরতির মধ্যে দিয়ে শেষ হল মহা অষ্টমীর পুজো-পাঠ। আর মা রাজরাজেশ্বরীর পুজোয় প্রতিবছরের মতো এইবছরেও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান উওরাধিকারী তথা রানী মা অমৃতা রায় বাহাদুর থেকে শুরু করে কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান রাজা ক্ষৌরীশচন্দ্র রায় বাহাদুর ও কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান রাজপুএ মণীশ চন্দ্র রায় বাহাদুর সহ সাধারণ মানুষেরা।
advertisement
আরও পড়ুন- সবুজ এই শাক ‘পাওয়ার হাউজ’! খেলেই কমে মানসিক চাপ, হৃদরোগ, সুগার নেমে যাবে নিমেষে!
কৃষ্ণনগর রাজবাড়ির পুজো প্রায় ৪০০ বছরের অধিক পুরোনো, এই কৃষ্ণনগর রাজবাড়ির পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাসের ছোয়া। জানা যায় এই কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে প্রথম পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে যা আজও রীতিনীতি মেনেই চলে আসছে কৃষ্ণনগর রাজবাড়ীর নাট মন্দিরে।
মৈনাক ভৌমিক