TRENDING:

Durga Puja 2024 :পুজোর থিমে অনন্য মন্ডপ বর্ধমানে

Last Updated:

পুজোর আমেজে মেতে উঠেছেন রাজ্যবাসী। আর এই দুর্গা পুজোতে এবার দেখে নিতে পারেন গুজরাটের দ্বারকাধীশ মন্দির। তবে এই মন্দির দেখার জন্য গুজরাট যাওয়ার কোনও প্রয়োজন নেই। পূর্ব বর্ধমান জেলাতেই দেখা মিলবে এই মন্দিরের। দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি করা হয়েছে গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের আদলে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনী বারোয়ারি দুর্গাপুজোকমিটির এবারের থিম গুজরাটের দ্বারকাধীশ মন্দির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পুজোর আমেজে মেতে উঠেছেন রাজ্যবাসী। আর এই দুর্গা পুজোতে এবার দেখে নিতে পারেন গুজরাটের দ্বারকাধীশ মন্দির। তবে এই মন্দির দেখার জন্য গুজরাট যাওয়ার কোনও প্রয়োজন নেই। পূর্ব বর্ধমান জেলাতেই দেখা মিলবে এই মন্দিরের। দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি করা হয়েছে গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের আদলে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনী বারোয়ারি দুর্গাপুজোকমিটির এবারের থিম গুজরাটের দ্বারকাধীশ মন্দির।
advertisement

ইতিমধ্যেই এই থিম দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দূর দূরান্ত থেকেও পুজোর মরশুমে এই থিম দেখার জন্য অনেকেই আসছেন। এই প্রসঙ্গে পুজো কমিটির তরফে সৈয়দ আমিরুল হক জানিয়েছেন, \”আমাদের বাজেট আনুমানিক ১৫ লক্ষ টাকা। থিম হয়েছে গুজরাটের দ্বারকাধীশ মন্দির। অনেকেরই গুজরাট গিয়ে এই মন্দির দেখা সম্ভাব নয়। স্থানীয়রাও যাতে সেই মন্দির দর্শন করতে পারে সেই কারণেই এই চিন্তাভাবনা।”

advertisement

আরও পড়ুন: মা চলে যাবে, আবার এক বছরের অপেক্ষা, সিঁদুরখেলায় মেতে উঠল আপামর বাঙালি

রাজ্য জুড়ে এখন শুধু পুজোর আমেজ। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছেন পুজো নিয়ে। প্রথম দিকে বৃষ্টি নিয়ে চিন্তায় থাকলেও, এখন সকলেই অনেকটা স্বস্তিতে রয়েছেন। মন খুলে ফুরফুরে মেজাজে প্রতিমা, প্যান্ডেল, থিম দর্শন করছেন সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও জাঁকজমক ভাবে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। সেরকমই বর্তমানে জমজমাট বর্ধমান শহর। ব্যস্ততার সঙ্গে পুজো কাটাচ্ছেন পুজো উদ্যোগতারাও। পুজো কমিটির তরফে সৈয়দ আমিরুল হক আরও জানিয়েছেন, \”ভিন রাজ্য থেকেও আমাদের এখানে প্যান্ডেল দেখার জন্য অনেকেই আসেন। তাদের দেখেই আমাদের আনন্দ হয়। আমরা এই কয়েকটা দিন আনন্দের সঙ্গেই কাটাই।”

advertisement

View More

আরও পড়ুন: এল কফিনবন্দি দেহ, বিসর্জনের দিনেই সন্তানহারা মা… গ্রামজুড়ে চাপা কান্না

বর্ধমান শহরের একাধিক বড় পুজোর মধ্যে অন্যতম হল এই বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনী বারোয়ারি দুর্গাপুজোকমিটির পুজো। ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই পুজো কমিটির প্রাঙ্গণে। ভিন রাজ্য থেকেও আসছেন অনেকেই।

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024 :পুজোর থিমে অনন্য মন্ডপ বর্ধমানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল