Durga Puja 2024:মা চলে যাবে, আবার এক বছরের অপেক্ষা, সিঁদুরখেলায় মেতে উঠল আপামর বাঙালি
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
উৎসব প্রিয় বাঙালির আজ খুশির আবহাওয়া কিছুটা যেন ফিকে পড়েছে। তবুও শেষ বেলায় হাসিমুখে বিদায় জানাতে প্রস্তুত বাঙালি, বিশেষ করে মহিলারা। মাকে সিঁদুরে বরণ করে একে অপরে মেতে উঠলো বিজয়ার সিঁদুর খেলায়।
তমলুক: মন খারাপের মাঝেই হাসি মুখে বিদায় মাকে, বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ১২ অক্টোবর শনিবার বাংলার আকাশ বাতাসে বিষাদের সুর। প্রকৃতি মনমরা, মুখ ভার। উমা চলে যাচ্ছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ। সারা বছরের অপেক্ষা কাটিয়ে এই চারটে দিন বাঙালি আনন্দে মেতে ওঠে। তবুও শেষ বেলায় উমাকে হাসিমুখে বিদায় জানাতে প্রস্তুত বাঙালি। মাকে সিঁদুরে বরণ করে একে অপরে মেতে উঠল বিজয়ার সিঁদুর খেলায়।
বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের বিদায় ঘণ্টা বেজে ওঠা। আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। কিন্তু এই কয়েকদিনের পুজো শেষ হয়ে যায় বলে আনন্দে যে কোনও ঘাটতি থাকে এমনটা নয়। বিশেষ করে এ’বছর অষ্টমী-নবমী একদিনে পড়ে যাওয়ায় পুজো একদিন কমে গিয়েছে। কিন্তু তবুও আনন্দে কোনও খামতি রাখেনি বাঙালি।
advertisement
বিসর্জন বেলায় মন তো কাঁদবেই, তার মাঝেও সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। নবমী নিশি পেরিয়ে বিসর্জনের সকাল। দশমীর সকাল থেকে বাংলার শহর, জেলায় জেলায় চলছে সিঁদুর খেলা। মন ভারাক্রান্ত হলেও মা দুর্গাকে হাসিমুখে বিদায় জানাতে চান সদস্যরা। একে অপরের গালে, সিঁথিতে ও শাখায় সিঁদুর লাগিয়ে, ঢাকের তালে নেচে মাকে বিদায় জানাচ্ছেন মহিলারা।
advertisement
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2024 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024:মা চলে যাবে, আবার এক বছরের অপেক্ষা, সিঁদুরখেলায় মেতে উঠল আপামর বাঙালি
