এক চিলতে তৈরি ভাঙা বসত ঘরে বসবাস করেন শিল্পী রেবা পাল। কিন্তু, একসময় স্বামীর হাত ধরেই পটচিত্র আঁকা শেখা শিল্পী রেবা পালের, হঠাৎই একদিন স্বামী মারা যাওয়ায় গোটা সংসারের ভার ও দায়িত্ব এসে পড়ে শিল্পী রেবা পালের ওপরে, তারপর থেকেই সংসার চালানোর ক্ষেত্রে নিজের হাতে রং ও তুলি নিয়ে আঁকতে শুরু করে পটচিত্র, স্বামীর শিল্পকলা বাঁচিয়ে রাখতেই এই অসীম ভাবনা শিল্পী রেবা পালের।
advertisement
প্রতিবছর দুর্গাপুজা আসতেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা এবং জেলার বাইরে থেকেও কাজের বরাত আসে শিল্পী রেবা পালের। কিন্তু প্রতিবছরের তুলনায় এই বছরে অনেকটাই কাজের বরাত কম তাই মন খারাপ শিল্পীর। যত দিন এগিয়েছে তত শিল্পী রেবা পালের হাতের কাজের প্রশংসা, ততটাই ছড়িয়ে পড়েছে কলকাতা -সহ রাজ্য বিভিন্ন জেলায়, জেলায়। কিন্তু বার্ধক্যজনিত কারণে, চোখের দৃষ্টি কমে এসেছে অনেকটাই, তবুও হাল ছাড়তে নারাজ তিনি।
তার নিপুণ ও দক্ষতার কাজের জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার সুনাম ও ভালবাসা কুড়িয়েছেন এবং বিভিন্ন প্রাইজ ও শংসাপত্র তিনি পেয়েছেন। প্রতিবছর দুর্গাপুজো এলেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুজো কমিটির দায়িত্বে থাকা উদ্যেক্তারা ছুটে আসেন শিল্পী রেবা পালের হাতের তৈরি পটচিত্রের জন্যে। এই বয়সে এসেও শিল্পী রেবা পালের যে অসীম লড়াই সেই লড়াই কিন্তু থামেনি। এখনও পর্যন্ত লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন পুরোদমে। তিনি জানান, যতদিন বাঁচবেন ততদিন তার স্বামীর শেখানো শিল্পকলাকে নিজের হাতে ফুটিয়ে তুলবেন এবং মানুষের মাঝে বাঁচিয়ে রাখবেন তিনি।
Mainak Debnath