TRENDING:

সামান্য সুপারির উপরেই খোদিত মা দুর্গা, দেখানো হবে কলকাতার প্রদর্শনীতে, কোথায় জানেন?

Last Updated:

Durga Puja 2024: শিল্পী হিসেবে গত কয়েক বছরে ধরে নাম করেছেন প্রাণকৃষ্ণ। এর আগেও তিনি ক্ষুদ্র সব জিনিস দিয়ে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ঋষি মনীষীদের ছবি এঁকেছেন। যেমন দেশলাইয়ের কাঠি, চাল, ডাল, পোস্তর দানা ইত্যাদি। এবার প্রতিমা গড়ার মাধ্যম হিসেবে তিনি নিয়েছেন সুপারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: প্রতিবছরই দুর্গাপুজোর সময় প্রাণকৃষ্ণর নতুন সৃষ্টির জন্য সংবাদমাধ্যমও অপেক্ষা করে থাকে। সৌখিন শিল্পী হিসেবে গত কয়েক বছরে ধরে নাম করেছেন প্রাণকৃষ্ণ। এর আগেও তিনি ক্ষুদ্র সব জিনিস দিয়ে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ঋষি মনীষীদের ছবি এঁকেছেন। যেমন দেশলাইয়ের কাঠি, চাল, ডাল, পোস্তর দানা ইত্যাদি। এবার প্রতিমা গড়ার মাধ্যম হিসেবে তিনি নিয়েছেন সুপারি।
advertisement

প্রাণকৃষ্ণ বাবু আমাদের বলেন প্রথাগতভাবে প্রতিমা গড়ার বা মাইক্রো পেইন্টিং এর কোনও প্রশিক্ষণ তিনি নেননি। ছোটবেলা থেকেই ব্যতিক্রমধর্মী জিনিস নিয়ে প্রতিমা গড়ার ও অন্যান্য ঋষি মনীষীদের ছবি তৈরির শখ ছিল। এই প্রতিমা গড়ে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেছেন।

আরও পড়ুন: কোন দেশে ভারতীয় ‘১টাকা’ ৫০০ টাকার সমান হয় জানেন…? ‘নাম’ শুনলেই চমকাবেন, শিওর!

advertisement

এর আগেও তিনি সুপারির উপর আঁকা রাষ্ট্রপতি ভবন উপহার দিয়েছিলেন রাষ্ট্রপতিকে। অনেক দিন ধরেই রামপুরহাটের শিল্পী প্রাণকৃষ্ণ সিমলান্দির ইচ্ছা ছিল তাঁর এই অনবদ্য সৃষ্টি খোদ রাষ্ট্রপতির হাতেই তুলে দেবেন। সেই মতো তিনি কাজ করেছিলেন। তবে এবার তিনি সুপারির উপর বানালেন মা দুর্গার ছবি।

View More

আরও পড়ুন: চুম্বকের মতো টেনে আনে ‘সাপ’…! এই চার ‘গন্ধ’ বিষধরের জন্য ‘অমৃত’ সমান, এখনই দূর করুন!

advertisement

প্রাণকৃষ্ণ সিমলান্দী বাবু জানান সুপারির উপর তার এই কারুকর্যটি ফুটিয়ে তুলতে সময় লেগেছে প্রায় আট ঘণ্টার কাছাকাছি। একটি অর্ধেক সুপারির মধ্যে খুব সূক্ষ্ম ভাবে তিনি রং তুলির মাধ্যমে ছবি ফুটিয়ে তুলেছেন। তবে এবার প্রশ্ন তার এই রং তুলির ছবি কোথায় দেখতে পাওয়া যাবে? এ বিষয়ে তিনি জানান পুজোর চার দিন কলকাতার শ্যামবাজারের একটি বড় পুজো মন্ডপে তার এই শিল্পকর্ম প্রদর্শন হবে। অন্যদিকে কলকাতার রবীন্দ্র সদনে গগনেন্দ্র শিল্প প্রদর্শন সালাই অক্টোবর মাসের ১১-১২ এবং ১৩ তারিখ দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত সুপারির উপর মা দুর্গার শিল্পকলা প্রদর্শনী হবে।

advertisement

আরও পড়ুন: উচ্চতা অনুযায়ী ‘ওজন’ কত হলে ‘পারফেক্ট’…? ৪ থেকে ৬ ফুট হাইটে আপনার ‘Weight’ কত হওয়া উচিত জানেন? রইল সোজা হিসাব!

প্রাণকৃষ্ণ বাবু আরও বলেন আগামী দিনে তাঁর ইচ্ছে এর আগে তার হাতের তৈরি যে সমস্ত শিল্পকলা বিভিন্ন সংগ্রহশালায় রয়েছে যেমন ন্যাশনাল মিউজিয়াম, পার্লামেন্ট মিউজিয়াম, এবং রাষ্ট্রপতি মিউজিয়াম, সেই সমস্ত মিউজিয়ামে তিনি আগামী দিনে তাঁর হাতের তৈরি আরও কারুকার্য সেই মিউজিয়ামে পৌঁছে দিতে চাইছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সামান্য সুপারির উপরেই খোদিত মা দুর্গা, দেখানো হবে কলকাতার প্রদর্শনীতে, কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল