TRENDING:

Durga Puja 2024: অনাড়ম্বর পুজোয় সাবেকিয়ানায় দশভুজার আরাধনা হয় শতবর্ষের প্রাচীন দুর্গাপুজোয়

Last Updated:

Durga Puja 2024:প্যান্ডেল থেকে প্রতিমায় থাকে থিমের ছোঁয়া কিংবা প্রতিদিন থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘটা করে পুজো অর্চনার আয়োজন। তবে সম্পূর্ণ রীতি মেনে আড়ম্বরহীন ভাবে পুজো হয় এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: পুজোয় নেই কোনও আড়ম্বর।সময়,রীতি মেনেই পূজিতা হন দেবী দুর্গা। একদম ঘরোয়া পরিবেশে দুর্গাপুজোর নিয়ম মেনেই পুজো পান দেবী মহামায়া।এভাবেই একশো বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর আরাধনা হয় দশভুজার। বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে অন্যতম দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে ঘিরে থাকে একাধিক আয়োজন। প্যান্ডেল থেকে প্রতিমায় থাকে থিমের ছোঁয়া কিংবা প্রতিদিন থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘটা করে পুজো অর্চনার আয়োজন। তবে সম্পূর্ণ রীতি মেনে আড়ম্বরহীন ভাবে পুজো হয় এখানে।
advertisement

প্রতিদিন বেশ ভাল ভিড় জমে। অষ্টমী হোক কিংবা দশমী, নিষ্ঠাভরে দেবী মহামায়ার আরাধনা করেন সকলে। প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে এখানে সম্পূর্ণ নিয়ম, রীতি ও সময় মেনে দেবী দুর্গার আরাধনায় মাতেন প্রত্যেকে। বেলদার ধর্মশালা সর্বজনীন প্রায় ১১০ বছরের পুরনো পুজো। পুজোর তেমন ইতিহাস না থাকলেও, জানা যায়, তৎকালীন এই এলাকা ছিল নন্দ পরিবারের অধীনে। নন্দ ট্রাস্টের সম্পতির উপর তৈরিও নন্দদের তৈরিবেলদা গঙ্গাধর ধর্মশালায় আরাধনা শুরু হয় দেবীর।

advertisement

কথিত, প্রায় ১০৭/৮ বছর আগে এলাকার বড় দুর্গাপুজো বলতে ছিল কৃষ্ণপুর এলাকার অভিজাত জমিদার বাড়ির পুজো। এরপর ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে সাধারণের জন্য তৈরিএই ধর্মশালায় দুর্গাপুজার প্রচলন করেন।আরও শোনা যায় দুর্গা নয়, এখানে দুর্গাপুজো শুরুর অনেক আগে থেকে দেবী বাসন্তী পূজিতা হতেন। প্রসঙ্গত, প্রায় ১২০ বছর, কি তারও আগে পুরীগামী তীর্থযাত্রীদের জন্য তৈরি হয়েছিল ধর্মশালা। তীর্থযাত্রীরা এখানে এসে রাত্রিবাস করতেন।তবে এখনও রীতি মেনই বছরে পাঁচদিন পুজো হয়।

advertisement

আরও পড়ুন: রাত পোহালেই রাধাষ্টমী! এই ছোট্ট কাজেই হাসবে সৌভাগ্য! শীঘ্র সাফল্য পাবেন বিবাহে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

তবে ধর্মশালা নাম থাকলেও কাজে আর নেই।এখন এখানে নানা দোকান বসে।তবে পুজোর দিন তা পরিষ্কার করে মহামায়ার আরাধনায় মাতেন সকলে। অষ্টমীর সকালে বেশ ভিড় জমে অঞ্জলি দেওয়ার জন্য।তবে সাধারণ খোল কীর্তনেই পুজো হয় ধর্মশালায়।যে পুজোতে শুধু বেলদা নয়, পার্শ্ববর্তী প্রায় লক্ষাধিক মানুষ ভিড় জমান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: অনাড়ম্বর পুজোয় সাবেকিয়ানায় দশভুজার আরাধনা হয় শতবর্ষের প্রাচীন দুর্গাপুজোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল