TRENDING:

Durga Puja 2024: ১০৫ বছরের বারোয়ারি পুজোয় ঠাকুর গড়ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী

Last Updated:

Durga Puja 2024: পদ্মপুকুর ইয়ুথ ক্লাব প্রতিবছরই নতুনত্বের ছোঁয়া তুলে ধরে দর্শনার্থীদের মধ্যে এ বছরও তারা কোন অংশে খামতি রাখছে না এবছর তাদের থিম রাজমহল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তার পরই বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব। দক্ষিণ ২৪ পরগনা জেলার পূজা মণ্ডপগুলিতে শেষ মুহূর্তের চরম ব্যস্ততা চোখে পড়ছে। ইতিমধ্যে কলকাতাকে টেক্কা দিতে দর্শনার্থীদের ভিড় টানতে নতুন নতুন থিমের সাজে সজ্জিত মণ্ডপ প্রায় শেষের পথে। নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা তাদের হাতের বিভিন্ন কাজের নমুনা ফুটিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
advertisement

বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাব প্রতিবছরই নতুনত্বের ছোঁয়া তুলে ধরে দর্শনার্থীদের মধ্যে। এ বছরও তাঁরা কোনও অংশে খামতি রাখছেন না। এ বছর তাঁদের থিম ‘রাজমহল’। প্রতিমাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। ১০৫ তম বর্ষে পদার্পণ করল এ বছর তাঁদের পুজো-বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব। প্রতি বছর দর্শনার্থীদের জন্য নতুন নতুন থিম-সহ চন্দননগরের লাইটিং দিয়ে সাজিয়ে তোলে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি রাস্তার দু’ ধার । এবছর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত থিমের কারিগর গোবিন্দ কুইল্যার হাতে থিমের চমক রাখছে।

advertisement

আরও পড়ুন : বাসনপত্র দিয়েই তৈরি দশভুজা ও তাঁর সন্তানসন্ততিদের মূর্তি! নজর কাড়লেন শিল্পী তপন পাল

এক কিলোমিটার রাস্তায় চন্দননগর লাইটিং দিয়ে চোখ ধাঁধানো আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তুলেছে বারুইপুর । প্রতিবছর মতো এবারও শুভ উদ্বোধনে চমক থাকবে-এমনটাই জানান পুজো উদ্যোক্তারা । কলকাতাকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমেছে জেলার এই পূজা উদ্যোক্তারা। কলকাতার শহরতলির এই পুজোকে ঘিরে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব মানেই নতুনত্বের ছোঁয়া। ওঁরা প্রতিবছরই দর্শকদের নতুন কিছু তুলে ধরেন। তাই এখন শুধু অপেক্ষা নতুন কিছু দেখার।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: ১০৫ বছরের বারোয়ারি পুজোয় ঠাকুর গড়ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল