স্বপ্ন আর বাস্তবতার অনেক ফারাক দেখা যায়। উদ্যোক্তাদের চিন্তা ভাবনা প্রকৃতি সজাগ হোক, সমাজ সজাগ হোক নইলে সব কিছুই বাস্তবিক সাদা হয়ে যাবে। সমাজের সব স্তরের মানুষকে সজাগ থাকার বার্তা দিয়েই তাঁদের মণ্ডপসজ্জা ফুটে উঠেছে। পুজোর মোট বাজেট ১৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: আজ মহাষ্টমী, মণ্ডপে পুষ্পাঞ্জলিতে দেবীবন্দনা! সন্ধিপুজোর সময় জানুন
advertisement
পুরো মণ্ডপটি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে বলেই জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা। পুজো উদ্যোক্তাদের আশা অন্য বছরের মতো এই বছরও জনতার ঢল লক্ষ্য করা যাবে মণ্ডপে। উদ্যোক্তাদের মতে, ‘আমরা সকলেই যাতে উন্নত সমাজ এবং উন্নত দেশ গড়তে স্বপ্ন দেখি। সেই স্বপ্ন যেন ঘুমিয়ে নয়, সজাগ থেকে চোখ খুলে রুপায়িত করার চেষ্টা করি। এই বার্তাই দেওয়া হয়েছে পূজা মণ্ডপে।’ মায়াবী এই মণ্ডপ দেখতে ঢল নেমেছে দর্শনার্থীদের।
আরও পড়ুন: দুর্গাষ্টমীতে ঘরে আনুন এই জিনিস, সঙ্গে সঙ্গে আসবে সমৃদ্ধি-অর্থ! জানুন বাস্তু টিপস
বর্তমানে শহর অঞ্চলের মতোই গ্রামীণ কিংবা মফস্বলে তৈরি হচ্ছে দৃষ্টান্ত মূলক থিম। বাঁকুড়ার বাংলার নবারুণ সংঘের “মা আসছে স্বপ্নের দেশে” রয়েছে আধুনিকতার ছোঁয়া। দৃষ্টিনন্দন এই পূজা মণ্ডপের মাধ্যমে দেওয়া হয়েছে গভীর বার্তা।
নীলাঞ্জন ব্যানার্জী