আরও পড়ুনঃ পুরীর জগন্নাথের রথে চড়েই আসবেন মা দুর্গা! নবদ্বীপে পূর্ণার্থীদের ঢল নামবে এই বছর
চাকদহের মৃৎশিল্পী অনুপ গোস্বামী ছোটবেলা থেকেই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে চলেছেন। একের পর এক বিভিন্ন ধরনের হাতের কারুকার্য করা সুন্দর মূর্তি পাড়ি দিয়েছে বিভিন্ন বিদেশের মাটিতে। ঠিক তেমনি এবার ফ্রান্সের প্যারিস শহর থেকে দুর্গা ঠাকুর বানানোর অর্ডার আসে তাঁর কাছে। যেহেতু ভারত থেকে প্যারিস শহরের দূরত্ব অনেকটাই বেশি এবং জলপথে সেই মূর্তিকে পাঠানো হবে, সেই কারণে মাটির বদলে ফাইবার দিয়ে তৈরি করা হয় এই মূর্তি। তার প্রথম কারণ মাটির তুলনায় ফাইবার ওজনে অনেকটা হালকা এবং মজবুতের দিক থেকেও অনেকটাই বেশি।
advertisement
মৃৎশিল্পী অনুপ গোস্বামী জানান, “যেহেতু বাঙালিরা পৃথিবীর সমস্ত দেশেই ছড়িয়ে রয়েছে সেই কারণে পুজোর সময় কম বেশি বিদেশে সমস্ত জায়গাতেই দুর্গাপুজো করা হয়।। সেই কারণে প্রত্যেক বছরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কখনও জাহাজে কিংবা কখনও বিমানে পাঠানো হয় দুর্গা মূর্তি। তবে প্রতিমার সরঞ্জামের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার ফলে তেমন একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না মৃৎশিল্পীরা।”
তিনি আরও জানান যে শুধুমাত্র দুর্গা প্রতিমাই নয় বিভিন্ন ধরনের মুনি ঋষিদের মূর্তি তৈরি করে থাকেন তিনি। দেশ বিদেশ থেকে একাধিক অর্ডার তিনি ইতিমধ্যেই পেয়েছেন মূর্তি বানানোর। তবে, তাঁর হাতে তৈরি মূর্তি পূজিত হবে বিদেশের মাটিতে এই ভেবেই আপাতত খুশি তিনি।
Mainak Debnath