Durga Puja 2023: পুরীর জগন্নাথের রথে চড়েই আসবেন মা দুর্গা! নবদ্বীপে পূর্ণার্থীদের ঢল নামবে এই বছর
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Durga Puja 2023: এবছর কর্ম মন্দির ক্লাবের পুজোর থিম পুরীর জগন্নাথের রথে চেপে আসছেন মা দূর্গা
নবদ্বীপ: এবার পুরীর জগন্নাথের রথে করে আসতে চলেছেন মা দুর্গা। এবং তারই সূচনা হল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। নবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের দুর্গাপুজোর সূচনা হল এদিন। কলকাতা শহরতলীর সঙ্গে পিছিয়ে নেই গ্রাম বাংলার পুজোও।
কলকাতা শহরতলী ছাড়িয়ে থিমের পুজো এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের সমস্ত জেলায়। ঠিক তারই এক নির্দশন দেখা গেল নবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের সদস্য ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে। প্রতিবছর এই এলাকা থিমের পুজোর জন্য জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক তেমনই এ বছর নবদ্বীপ কর্ম মন্দির ক্লাব নতুন চমক অর্থাৎ নতুন পুজোর থিম নিয়ে মগ্ন। এবছর কর্ম মন্দির ক্লাবের পুজোর থিম পুরীর জগন্নাথের রথে চেপে আসছেন মা দুর্গা।
advertisement
advertisement
দেশের অন্যতম তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ দেবের মন্দির। বিশেষ করে রথের সময় সোজা রথ থেকে উল্টোরথ পর্যন্ত প্রচুর ভক্তদের সমাগম হয় পুরীতে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে দেশ-বিদেশের প্রচুর ভক্তরা আসেন পুরীর রথ দেখতে। কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে অনেকেই রথ ইচ্ছে থাকলেও দেখতে আসতে পারেনা। সেই কারণেই নবদ্বীপ কর্ম মন্দির ক্লাবের এই উদ্যোগ।
advertisement
পুরীর জগন্নাথ দেবের রথের আদলে তৈরি করা হবে কর্ম মন্দির ক্লাবের প্যান্ডেল। আর সেই উপলক্ষে এদিন সকালে নবদ্বীপ দেয়াড়া পাড়া রোডে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পুজো মণ্ডপের খুঁটি পুজো।
advertisement
এ বছর তাদের পুজোর থিম ‘জগন্নাথের নিলাচলে দুর্গা এল রথে চড়ে’। এবছর তাদের পুজো ৭৮তম বর্ষের পদার্পণ করলো। মণ্ডপের পুজোর থিম তৈরি হতে এখনও প্রায় এক থেকে দেড় মাস সময় লাগবে। এই পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সকলের যৌথ উদ্যোগেই এই দিন খুঁটি পুজো ও কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হচ্ছে থিম প্যান্ডেল তৈরি করার কাজ। ক্লাবের সদস্যদের বক্তব্য প্রতিবছর তাদের ক্লাব সরকারি টাকা পেয়ে থাকেন পুজো উপলক্ষে। এবং বিগত ছয় বছর তারা বিশ্ব বাংলা থেকে শারদ সম্মানে সম্মানিত হয়েছেন।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 10:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: পুরীর জগন্নাথের রথে চড়েই আসবেন মা দুর্গা! নবদ্বীপে পূর্ণার্থীদের ঢল নামবে এই বছর