উল্লেখ্য, গত বছর থেকেই প্রতিটি জেলায় শুরু হয়েছে পুজো কার্নিভাল। যেখানে জেলার সেরা পুজোগুলি অংশগ্রহণ করেছিল। গত বছর পশ্চিম বর্ধমান জেলায় পুজো কার্নিভাল হয়েছিল দুর্গাপুরে। সেখানে শহরের একাধিক বড় বড় পুজো কমিটিগুলি অংশগ্রহণ করেছিল। কার্নিভাল দেখার জন্য উপচে পড়েছিল মানুষের ভিড়। তবে দুর্গাপুর ছাড়াও জেলার একাধিক জায়গায় বড় বড় পুজো হয়। যার মধ্যে আসানসোল অন্যতম। আসানসলে বেশ কিছু বড় পুজো রয়েছে। তাই আসানসোলেও পুজো কার্নিভালের দাবি উঠেছিল। আর সেই দাবি পূরণ হয়ে যাচ্ছে চলতি বছরে।
advertisement
সম্প্রতি, আসানসোলে পুজো কার্নিভালের আয়োজন নিয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা বৈঠক করেছেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে হয়েছে বৈঠক। যেখানে জেলা শাসক, পুলিশ কমিশনার সহ সমস্ত বিধায়করা হাজির হয়েছিলেন। বৈঠকে ঠিক করা হয়েছে, আগামী ২৬ অক্টোবর আসানসোলে হবে পুজোর কার্নিভাল। আসানসোল কফি হাউসের সামনে থেকে কার্নিভাল শুরু হবে। তবে এখনও পর্যন্ত দুর্গাপুরে কবে পুজো কার্নিভালের আয়োজন করা হচ্ছে, তা নিশ্চিত করেনি জেলা প্রশাসন। কিন্তু একই জেলায় দু – দুটি পুজো কার্নিভাল হতে চলায়, ব্যাপক খুশি মানুষজন।
Nayan Ghosh