পুজো মানেই ঢাকের আওয়াজ।ঢাকের ঢ্যাং কুড়কুড় শুনলেই মনেও বাজে পুজোর ঢাক। পুজো এলেই ঢাকেরও সাজগোজ শুরু। বেড়াতে যাওয়ার তোড়জোড়।
আরও পড়ুন - হাল আমলের ক্রিকেটাররা সকলেই ছেলে-মেয়ের নাম রেখেছেন একেবারে অন্যরকম, জেনে নিন মানে
করোনা পরিস্থিতিতে গত দু'বছর নম নম করেই পুজো সেরেছেন উদ্যোক্তারা। একরাশ আতঙ্ক। ভয়, কমেছে পুজোর বায়না। করোনাসুরের সঙ্গে যুদ্ধ করে আবার ঘুরে দাঁড়িয়েছে পৃথিবী। এখন অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। বাড়তি বায়নার আশায় বুক বাঁধছেন ঢাকিরা।
advertisement
আরও পড়ুন - শুধু বড় নয়, এবার ‘বিশাল বড়’, এবারের পুজোয় বিষ্ণুপুরে নজর কাড়বে ৭৫ ফুটের দুর্গা প্রতিমা
পুজোর দিকে তাকিয়েই স্বপ্ন বোনেন ঢাকিরা। ঠিকমতো বায়না এলে সংসারের অভাব কাটে। স্ত্রী-সন্তানের মুখে হাসি।
পুজো আসছে। ঢাক বাজছে জয়নগরের দক্ষিণ বারাসতের ঢাকি পাড়ায়। ঢাকের বোলে স্বপ্নের দিন গোনা।