হাল আমলের ক্রিকেটাররা সকলেই ছেলে-মেয়ের নাম রেখেছেন একেবারে অন্যরকম, জেনে নিন মানে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ড্য তাঁর ছেলের নাম রেখেছেন অগস্ত্য। অগস্ত্য নামের অর্থ খুবই অনন্য। অগস্ত্য অর্থ- স্থিরকারী, সংযতকারী, প্রতিষ্ঠাকারী, স্থিরকারী, অগস্ত্য ছিলেন একজন দিকসিদ্ধ বৈদিক ঋষি৷
#মুম্বই: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তার মেয়ের নাম রেখেছেন ভামিকা। ভামিকা শব্দের অর্থ- মা দুর্গা। এটি মা দুর্গার একেবারে অন্য ধরণের নাম। পাশাপাশি, বিরাট কোহলি এবং অনুষ্কা-র নামের সঙ্গেও তাঁদের মেয়ের নামটি খুব সম্পর্কযুক্ত। ভামিকা নামে তাঁর বাবা-মায়ের নামের অংশও রয়েছে। ভামিকা নামটি বিরাটের 'ভি' অক্ষর দিয়ে শুরু হয় এবং অনুষ্কার 'কা' দিয়ে শেষ হয়।
advertisement
advertisement
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না এক মেয়ে ও এক ছেলের বাবা। রায়নার দুই সন্তানের নাম একেবারে অন্যরকমের। রায়নার মেয়ের নাম গ্রাসিয়া, যার অর্থ করুণাময় এবং কোমল। একই সময়ে, রায়না তাঁর ছেলের নাম রেখেছেন রিও, এই শব্দের অর্থ- নদী, প্রকৃতির শক্তি এবং জীবনের উৎসের প্রতীক। Photo Courtesy- Priyanaka Raina/Instagram
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement