এই মায়ের মূর্তিরই অন্যতম আকর্ষণ হল প্রতিমার কেশ সজ্জা (Durga Puja 2021) । কিন্তু জানেন কী হাওড়ায় (Bangla News) অবস্থিত এমন দুটি গ্রামের কথা যেখান থেকে রাজ্যের অন্যান্য প্রান্ত এমনকি ভিন রাজ্যেও পাড়ি দেয় মায়ের কেশ!
advertisement
হাওড়া - আমতা রোডের বড়গাছিয়া থেকে ডানদিকে ঘুরলে সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে এগোলেই পাশাপাশি রয়েছে দুটি গ্রাম (Bangla News)। একটির নাম পার্বতীপুর দ্বিতীয় গ্রামটির নাম কমলাপুর। আর এই দুটি গ্রামের একটা বড় অংশের মানুষ বছরের পর বছর ধরে তৈরি করে আসছেন মায়ের প্রতিমার কেশ (Bangla News)। এই গ্রাম দুটিতে গেলেই চোখে পড়বে দড়ি থেকে সারি বেধে ঝুলছে লাল, কালো ও মেরুন রঙের পরচুলা। তবে তার মধ্যেও বিশেষত্ব এই যে, মা দুর্গার কেশ তৈরির সাথে যুক্ত কারিগর ও ব্যবসায়ীদের অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
আরও পড়ুন: প্রতিমায় ঘরোয়া টান আর আভিজাত্যের আঁচ! স্মৃতির মোড়কে লাটাগুড়ির পাল চৌধুরী বাড়ির পুজো...
পাট, গরম জল ও লাল, কালো, মেরুন সহ নানান রঙের মাধ্যমে সেই প্রাচীন পদ্ধতিতেই তারা তৈরি করেন মায়ের রং - বেরঙের কেশ । তবে পুজোর ঠিক প্রাক মুহূর্তে একটানা বৃষ্টি ও লকডাউনের জেরে পাটের যোগান কম থাকায় বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীরা।
মায়ের প্রতিমার পরচুলা তৈরির সাথে যুক্ত এরকমই এক ব্যবসায়ী শেখ রশিদ আলি জানান , \" শুধু পশ্চিমবঙ্গেরই নয় দেশের বিভিন্ন জায়গায় প্রতি বছরই পুজোর আগে পারি দেয় তাদের পরচুলা। তবে করোনা আবহে এই বছর প্রথম দিকে সেইভাবে অর্ডার না থাকলেও শেষ দিকে বেশ কিছুটা পরচুলার অর্ডার শিল্পীরা পেয়েছেন বলেও জানান তিনি।
সান্তনু চক্রবর্তী