Durga Puja 2021: নেই থিম আর প্যান্ডেলের চাকচিক্য! সুন্দরবনের সহজ মানুষগুলোর মতোই প্রত্যন্ত দ্বীপের এই পুজো...

Last Updated:

Durga Puja 2021: হেতালবেরিয়া গ্রামের পুজোই প্রত্যন্ত সুন্দরবনের এই এলাকার একমাত্র পুজো।

দ্বীপভূমিতে বনেদি বাড়ির পুজোর সাজ
দ্বীপভূমিতে বনেদি বাড়ির পুজোর সাজ
দক্ষিণ ২৪ পরগনা: একের পর এক ঘূর্ণিঝড় আমফান, ফণী, বুলবুল, ইয়াসের অভিঘাত। গত দু'বছরে যেন তছনছ করে দিয়েছে গোটা সুন্দরবনকে। করোনাকালীন পরিস্থিতিতে লকডাউনের ফলে জীবন-জীবিকা হারিয়ে, পেট চালাতে বেছে নিতে হয়েছে মাছ কাঁকড়া ধরা থেকে জঙ্গলে কাঠ কুড়িয়ে বা মধু সংগ্রহ করে অর্থের যোগান। জঙ্গলেও বিপদ কম নয়। জলে কুমিরের ভয়, আবার জঙ্গলে বাঘের ভয়। ইতিমধ্যেই জঙ্গলে জীবজন্তুর আক্রমণে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তবু সংসার চালাতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের নির্ভর করতে হয় সেই জঙ্গলের ওপরই। দুঃখ কষ্টের মাঝেও সুন্দরবনের মানুষরা ভোলেননি দুর্গা মায়ের (Durga Puja 2021) কথা। জীবনে চলার পথে দুঃখকে ভুলে মা দুর্গার আরাধনায় ব্রতী হয়েছেন সুন্দরবনের মানুষ।
সুন্দরবনের গোসাবার প্রত্যন্ত দ্বীপ ছোট মোল্লাখালির হেতালবেরিয়া গ্রামের পরামান্য পরিবার। শহর থেকে এই গ্রামের দূরত্ব আনুমানিক ২০০ কিলোমিটার। পরামান্য পরিবারের পুজো এখন পুরোনো ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। হেতালবেরিয়া গ্রামের পুজোই প্রত্যন্ত সুন্দরবনের এই এলাকার একমাত্র পুজো (Durga Puja 2021)। সুন্দরবনের অসহায় দরিদ্র পরিবারের মানুষরা এই পরামান্য পরিবারের পূজাকে নিজেদের পুজো মনে করে, পুজোর দিনগুলো কাটিয়ে দেন। যার যতটুকু সামর্থ্য তা দিয়েই মাতৃবন্দনা করেন প্রত্যন্ত সুন্দরবনের এই অসহায় মানুষগুলি।
advertisement
advertisement
৫০ বছর আগে পূর্ববঙ্গে পুজোর (Durga Puja 2021) সূচনা। পরামান্য পরিবারের পুলকেশ পরামান্য জানান, তার ঠাকুরদা এই পুজো সূচনা করেছিলেন। সেই থেকেই পরামান্য পরিবারের দুর্গাপূজার (Durga Puja 2021) প্রচলন। কিন্তু পূর্ববঙ্গ ছেড়ে যখন ভারতবর্ষে চলে আসেন পরামান্য পরিবার, সেই থেকে বেশ কিছু বছর পুজো বন্ধ থাকে। পরামান্য পরিবারের পুলকেশ পরামান্য নতুন করে আবার মায়ের আরাধনার আয়োজন করেছেন।
advertisement
এই পুজোকে ঘিরে গ্রামের মানুষের মনে খুশি হাওয়া লেগেছে। শহরের লাখ টাকার বাজেটের পুজোর কাছে, এই পুজো অতি সাধারণ, ঘরোয়া। না আছে প্যান্ডেলের বাহার না আছে থিমের ছোঁয়া। শহর অঞ্চলের মতন নেই জাঁকজমকপূর্ণ পরিবেশ, আলোর রোশনাই। বাহারি খাওয়ারের স্টল। প্রত্যন্ত এই সুন্দরবন এলাকায় পরামান্য পরিবারের কোনরকমে করা দু-চালার তাবুর প্যান্ডেলে, এবার মা দুর্গা-কে দেখতে ভীড় জমাবে সুন্দরবনের অসহায়, সহায় সম্বলহীন পরিবারের কচিকাচা থেকে বৃদ্ধরা। এতেই তাদের শারদ আনন্দ।
advertisement
রুদ্র নারায়ন রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: নেই থিম আর প্যান্ডেলের চাকচিক্য! সুন্দরবনের সহজ মানুষগুলোর মতোই প্রত্যন্ত দ্বীপের এই পুজো...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement