TRENDING:

Birbhum News: পৌষ মেলায় বিক্রি হচ্ছে ডোকরার দুর্গা মূর্তি, দাম শুনলে চমকে উঠবেন

Last Updated:

গোরুর গাড়ির উপরে উপবিষ্ট এক দুর্গা মূর্তি। যেটির দাম উঠেছে প্রায় দেড় লক্ষ টাকা। সেই দুর্গা মূর্তির বউনি হয়ে গিয়েছে বলে জানান দোকানদার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ২৪ ডিসেম্বর শুরু হয়েছে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে বিকল্প পৌষ মেলা। টানা চার দিন রমরমিয়ে মেলা চলার পর বৃহস্পতিবার‌ই সেই মেলার শেষ দিন। শান্তিনিকেতনে পৌষ মেলায় অন্যান্য হস্তশিল্পীদের পাশাপাশি নিজেদের হস্তশিল্পের পসরা নিয়ে ভিন রাজ্য থেকে আসেন ডোকরা শিল্পীরা।
advertisement

আরও পড়ুন: শান্তিনিকেতনে ফ্যাসিবাদ বিরোধী নাট্যোৎসব

প্রত্যেক বছর এই মেলাতে একটি দামি এবং বড় কিছু বিক্রি হয়। আর সেই আশাতেই এবার দুই বিক্রেতা দুই ভিন্ন ধরনের দুর্গা প্রতিমা বানিয়ে নিয়ে এসেছেন। তবে আপনাদের মনে হতেই পারে দুর্গা প্রতিমা বানিয়ে নিয়ে এসেছে, এ আবার বড় কী বিষয়। আসলে চলতি বছর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে বিকল্প পৌষ মেলা আয়োজন করা হয়েছে। পুরানো মাঠে চেনা ছন্দে ফিরেছে পৌষ মেলা। বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পী থেকে শুরু করে ডোকরা শিল্পীরা এসে নিজেদের পসরা সাজিয়েছেন। কোনটা ছেড়ে কোনটা দেখবেন এবং কোনটা ছেড়ে কোনটা কিনবেন সেটা ঠিক করতেই ক্রেতাদের বেশ কিছুটা সময় চলে যাচ্ছে।

advertisement

এর মাঝেই একটি দোকানে বিক্রি হচ্ছে ডোকরার শিল্পের বিভিন্ন মূর্তি। যার মধ্যে রয়েছে গোরুর গাড়ির উপরে উপবিষ্ট এক দুর্গা মূর্তি। যেটির দাম উঠেছে প্রায় দেড় লক্ষ টাকা। সেই দুর্গা মূর্তির বউনি হয়ে গিয়েছে বলে জানান দোকানদার। পাশের দোকানে একচালার দুর্গা প্রতিমা নিয়ে বসেছেন এক দোকানদার। সেই দুর্গা প্রতিমার দাম কত জানেন? দাম শুনলে অবাক হবেন আপনি নিজেও। সেই দুর্গা প্রতিমার দাম রাখা হয়েছে, সাড়ে চার লক্ষ টাকা!

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাঁকুড়া থেকে আগত শিল্পী ভানু সিংহ যিনি এই মূর্তিটি বানিয়েছেন তিনি জানান, দুর্গা মূর্তিটির উচ্চতা প্রায় ৪২ ইঞ্চি এবং চওড়ায় সেটি ৪৮ ইঞ্চি। তবে মূর্তিটির দাম নিয়ে ওই বিক্রেতা বলেন, এখন মেটালের দাম অনেক বেড়ে গিয়েছে। ৫০০ টাকা কিলো মেটাল। এটির ওজন মাপা না হলেও চার পাঁচজন মিলে এটিকে তুলতে হবে। একজনের পক্ষে এই দুর্গা প্রতিমা তুলে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার।এই মূর্তি বানাতে প্রায় চার মাস লেগেছে। এখন দেখার পৌষ মেলার শেষ দিন সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কেউ ওই মূর্তি কেনে কিনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: পৌষ মেলায় বিক্রি হচ্ছে ডোকরার দুর্গা মূর্তি, দাম শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল