যার পুরোটা তৈরি হয়েছে ফেলে দেওয়া উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দরাবাদ। তবে এই দুর্গা প্রতিমার উচ্চতা দু’ফুট। হায়দরাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দিয়েছেন। সেই মত গত দু’সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছেন রাজু ও তার সহযোগীরা। তবে রাজুর এই কাজ প্রথম নয়। এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা, বড় সরস্বতী বানিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন : হাড়ভাঙা খাটুনিতে তৈরি হয় হাজার শালপাতা! অথচ মহাজন যা দাম দেন, শুনলে অবাক লাগবে
এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাট-বল্টু, জিআই তার, কাঠ, লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতায় এই সব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। দেবী দুর্গার মুখাবয়ব, অসুর বধের ভঙ্গি, প্রমাণ করছে যে আবর্জনা বলেই যা ফেলে দি, তা-ও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প। রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছেন এলাকার কয়েকজন যুবক। তারাও রাজুর কাছে কাজ শিখে সাবলম্বী হতে চাইছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের কথায় শুধু এবারই প্রথম নয়। এর আগেও আমরা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ থিমের বিভিন্ন জিনিস তৈরি করেছি। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছেন রাজুর সঙ্গে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা। শিল্পী রাজু বাগ জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে তিনি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছেন। পরিবেশবান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায়, সেই বার্তা তিনি পৌঁছে দিতে চান। আর এটাই আজকের দিনে সবচেয়ে প্রয়োজন বলেই তিনি মনে করেন।