TRENDING:

Durga Puja 2025 : আবর্জনার ভাণ্ডার থেকে শিল্পের বিস্ময়! ফেলে দেওয়া লোহার জিনিসে তৈরি দেবী দুর্গা! পাড়ি দেবে হায়দরাবাদ

Last Updated:

Durga idol From Scrap : ফেলে দেওয়া উপকরণে তৈরি দুর্গা প্রতিমা। পরিবেশ বান্ধব হওয়ার বার্তা দিচ্ছেন শিল্পী রাজু বাগ। কী কী দিয়ে হয়েছে জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, মৈনাক দেবনাথ : ফেলে দেওয়া উপকরণে তৈরি দুর্গা প্রতিমা। পরিবেশ বান্ধব হওয়ার বার্তা দিচ্ছেন পূর্বস্থলীর  ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকায় শিল্পী রাজু দুর্গাপুজোর আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সাধারণত মাটি, খড়, রঙ ও বিভিন্ন চটজাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা। কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজু বাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা।
advertisement

যার পুরোটা তৈরি হয়েছে ফেলে দেওয়া উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দরাবাদ। তবে এই দুর্গা প্রতিমার উচ্চতা দু’ফুট। হায়দরাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দিয়েছেন। সেই মত গত দু’সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছেন রাজু ও তার সহযোগীরা। তবে রাজুর এই কাজ প্রথম নয়। এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা, বড় সরস্বতী বানিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন : হাড়ভাঙা খাটুনিতে তৈরি হয় হাজার শালপাতা! অথচ মহাজন যা দাম দেন, শুনলে অবাক লাগবে

এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাট-বল্টু, জিআই তার, কাঠ, লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতায় এই সব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। দেবী দুর্গার মুখাবয়ব, অসুর বধের ভঙ্গি, প্রমাণ করছে যে আবর্জনা বলেই যা ফেলে দি, তা-ও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প। রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছেন এলাকার কয়েকজন যুবক। তারাও রাজুর কাছে কাজ শিখে সাবলম্বী হতে চাইছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

তাদের কথায় শুধু এবারই প্রথম নয়। এর আগেও আমরা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ থিমের বিভিন্ন জিনিস তৈরি করেছি। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছেন রাজুর সঙ্গে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা। শিল্পী রাজু বাগ জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে তিনি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছেন। পরিবেশবান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায়, সেই বার্তা তিনি পৌঁছে দিতে চান। আর এটাই আজকের দিনে সবচেয়ে প্রয়োজন বলেই তিনি মনে করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : আবর্জনার ভাণ্ডার থেকে শিল্পের বিস্ময়! ফেলে দেওয়া লোহার জিনিসে তৈরি দেবী দুর্গা! পাড়ি দেবে হায়দরাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল