আসল এই মেলা মানে শিশুদের আকর্ষণ মডেলে। শুধু শিশুরা নয় মেলার পরিবেশ আকৃষ্ট করে বড়দের। গ্রামের মধ্যবর্তী প্রকৃতির কোলে একটি মেলা। নানা জিনিসের পসরা, এই মেলার কয়েকটা দিন গ্রাম উৎসবে মুখরিত হয়। গ্রামের অধিকাংশ পরিবারে আত্মীয়-স্বজন ভরে ওঠে। শুধু শিশুরা নয়, শৈশব ফিরে পেতে প্রবীণ মানুষও এই মডেলের টানে মেলায় আসেন। দেউলপুর গ্রামের আশপাশের প্রায় ১০-১২টি গ্রাম থেকে মানুষ হাজির হয়। সারা বছরে আর কোথাও সাক্ষাৎ হোক বা না হোক আত্মীয় বন্ধু-বান্ধবের সঙ্গে এই মেলায় সাক্ষাৎ হতে পারে। প্রিয়জনের সঙ্গে দেখা হবে কথা হবে। সেই আশা নিয়ে অনেকেই হাজির হয় এই মেলায়।
advertisement
প্রায় ১৫ দিনের মেলায় বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকে প্রতিদিন। মেলায় আয়োজকদের কথায় জানা যায়, পূর্ণ ঐতিহ্য মেনে প্রতিবছর মেলার আয়োজন হয়। সেই সঙ্গে ৮ থেকে ৮০ বছরের মানুষ যাতে এই মেলার প্রতি আকর্ষিত করতে নানা। মেলা মানে শুধু শুধু হইহুল্লোড় খাওয়া-দাওয়া এখানেই শেষ নয় দেউলপুর সূর্যমুখী দোল মেলা মানে শিশুশিক্ষার দিকেও গুরুত্ব দেয়া হয়।
রাকেশ মাইতি