এই মুহূর্তে দামোদর ও বরাকর নদীর উচ্চ অববাহিকা এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। যার ফলে দামোদরের নিম্ন অববাহিকা ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গাতে ঢুকছে জল। নদীতে জলের তীব্র গতি দেখে ভয় পাচ্ছেন মানুষ। ব্যারেজগুলির কাছে জল ছাড়ার শব্দে কান পাতা দায়। তীরবর্তী এলাকার মানুষ শুধু প্রার্থনা করছেন। দামোদরকে শান্ত করার প্রার্থনা আউড়ে চলেছেন তাঁরা। চাইছেন পরিত্রাণ।
advertisement
অন্যদিকে, রাজ্যের আবেদনে সাড়া দিয়ে জল ছাড়া কমিয়েছিল ডিভিসি। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ফের বাড়ানো হল জল ছাড়ার পরিমাণ। গত বুধবার মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে কম জল ছাড়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ফের জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মাইথন থেকে ছাড়া হয়েছে ৩০ হাজার কিউসেক জল। অন্যদিকে পাঞ্চেত ড্যাম থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল। মাইথন এবং পাঞ্চেত থেকে বেশি জল ছাড়ায়, দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানোহবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ICC World Cup 2023: মাঠে আগুন থেকে কোচ খুন! বিশ্বকাপের ৭ মহা বিতর্ক, যা লজ্জার-কলঙ্কের
শেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল ন’টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৮৬, ৯৫০ কিউসেক জল। ডিভিসির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিপাতের ফলে দামোদর এবং বরাকর নদীতে প্রচুর পরিমাণে জল এসে ডুকছে। পাশাপাশি তেনুঘাট এবং কোনার ড্যাম থেকেও বিশাল মাত্রায় জল ছাড়া হচ্ছে। যার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে চাপ বাড়ছে। তাই বন্যার আশঙ্কা থাকলেও জলাধারে বাড়তি জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে। একই কারণে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজও।