বর্ষাকালে এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তা হয়ে যায় একটি ছোট নদী! রাস্তার ছোট বড় গর্ত কোনও কিছুই তখন দেখা যায় না সবকিছুই ঢাকা পড়ে যায় জলের তলায়। আর সেই রাস্তা দিয়েই রীতিমত প্রাণে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের। একাধিকবার প্রশাসনকে জানিয়েও এখনও পর্যন্ত এই রাস্তার কোনও সুরাহা হয়নি বলেই জানাচ্ছেন সকলে।
advertisement
আরও পড়ুন: রাত হলেই রিলসের নেশায় বেপরোয়া স্টান্টবাজি মাতলার সেতুতে ! পুলিশি অভিযানে পাকড়াও চারজন
এ বিষয়ে স্থানীয় বিধায়ক জানাচ্ছেন, সামান্য বৃষ্টিতেই ওই এলাকার জলমগ্ন হয়ে যায় এবং এটি প্রায় সাত থেকে আট বছর ধরে চলছে। সাধারণ মানুষ বিভিন্ন সরকারি দফতরে গিয়েছেন যাতে এই সমস্যার কোনও একটি সমাধান করা যায়, আমি নিজেও একাধিক সরকারি দফতরে চিঠি দিয়েছি এই রাস্তা সংস্কারের জন্য কিন্তু আমি যতদূর শুনেছি একটি পরিকল্পনা বিডিও অফিস থেকে করে পাঠানো হয়েছে পরিকল্পনার যে অর্থ সেটি একটি অনেক বড় অংকের, প্রায় ৩০ কোটি টাকার! যদিও এখনও সেই প্রজেক্ট বাস্তবায়িত হয়নি তবে আমরা সকলেই দেখে রয়েছি, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। এখন দেখার স্থানীয় মানুষেরা কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পান।