অন্যদিকে, বেশ কিছু স্টেশনে পৌঁছানোর পর্যাপ্ত রাস্তা নেই বলেও অভিযোগ যাত্রীদের। এই কারণে সেখানে মানুষ রেল লাইন ধরে স্টেশনে পৌঁছচ্ছে বলে অভিযোগ জানান তাঁরা। এমন ছবি হাওড়া আমতা শাখার বেশ কিছু স্টেশনে। আবার ফুটওভার ব্রিজ থাকার পরেও লাইন পেরিয়ে বা ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের নিচ দিয়ে ঝুঁকির পারাপার করছেন অনেকেই। ফলে, সচেতনতার অভাবেই বিপদের মুখে পড়ছেন যাত্রীরা। দেখা গিয়েছে বহু স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া অথবা, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফুটওভার ব্রিজ রয়েছে।
advertisement
আরও পড়ুন: দুপুর গড়ালে আচমকা তুমুল কালবৈশাখী…! জ্বালাপোড়া গরমে স্বস্তির বৃষ্টি কোন কোন জেলায়? জানুন
তবুও মানুষের মধ্যে তীব্র অসচেতনতা! বহু স্টেশনে ফুটওভারব্রিজ থাকা সত্ত্বেও মানুষ সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে পারাপার করছেন। কখনও আবার লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের নিচ দিয়ে চলছে ঝুঁকির পারাপার। এমন ছবিই দেখা গেল হাওড়ার সাঁকরাইল-সহ বেশ কয়েকটি স্টেশনে।
আরও পড়ুন: চুরি করা শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তারপর? মধ্যমগ্রামে যা কাণ্ড ভাবতে পারবেন না!
কোথাও দেখা যাচ্ছে রেল কর্তৃপক্ষের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলে মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। কোথাও আবার উপযুক্ত ব্যবস্থা থাকলেও মানুষের মধ্যে তীব্র অসচেতনতার ফলে বিপদের ঝুঁকি বাড়ছে। কোথাও ফুট ওভারব্রিজ রয়েছে অথচ মানুষ লাইন ধরে পারাপার করছে সেক্ষেত্রে আরও কঠোর নিরাপত্তার মাধ্যমে বিপদে ঝুঁকি কমান যেতে বারে বলেই মনে করছেন অনেকে।